SSC: চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ আজই স্পষ্ট! SSC প্রকাশ করবে একাদশ-দ্বাদশ মেধা তালিকা
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
SSC: আজই প্রকাশ হতে চলেছে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধা তালিকা। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC) সূত্রে খবর, মেধা তালিকা প্রকাশের নির্দিষ্ট সময় দুপুরের পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে সব প্রস্তুতি শেষ, ফলে সন্ধ্যা কিংবা রাতের দিকেই তালিকা প্রকাশ করা হতে পারে।
কলকাতাঃ আজই প্রকাশ হতে চলেছে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধা তালিকা। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC) সূত্রে খবর, মেধা তালিকা প্রকাশের নির্দিষ্ট সময় দুপুরের পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে সব প্রস্তুতি শেষ, ফলে সন্ধ্যা কিংবা রাতের দিকেই তালিকা প্রকাশ করা হতে পারে।
উল্লেখ্য, একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মেধা তালিকা প্রকাশের জন্য ২১ তারিখই ছিল এসএসসি-র নির্ধারিত ডেডলাইন। সেই ডেডলাইন মেনেই আজ তালিকা প্রকাশের পথে কমিশন।
আরও পড়ুনঃ ভাত আঠালো হচ্ছে? শেফদের ‘সিক্রেট ফ্রিজার ট্রিক’-এ মিলবে ঝরেঝরে, হোটেলের মতো পারফেক্ট ভাত
এই মেধা তালিকা ঘিরে বিশেষভাবে নজর রয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। দীর্ঘ আইনি জট ও অনিশ্চয়তার পর আজই স্পষ্ট হবে, চাকরিহারা যোগ্যদের মধ্য থেকে ঠিক কতজন একাদশ ও দ্বাদশের শিক্ষক পদে নিয়োগ পাচ্ছেন।
advertisement
advertisement
শিক্ষামহলের মতে, এই তালিকা প্রকাশের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হবে। তবে মেধা তালিকা প্রকাশের পর নিয়োগ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ কী হবে, সেদিকেও নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।
এখন সকলের চোখ SSC-র আনুষ্ঠানিক ঘোষণার দিকে। মেধা তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই কমিশনের ওয়েবসাইটে তা দেখা যাবে বলে জানা গিয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 21, 2026 9:17 AM IST










