TRENDING:

অসুস্থ অবস্থাতেই জিরো পয়েন্টে ! উত্তর সিকিমে বেড়াতে গিয়ে প্রাণ গেল কলকাতার পর্যটকের

Last Updated:

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উচ্চ পার্বত্য এলাকায় পৌঁছনোর পরই তাঁর শরীরে ‘অলটিটিউড সিকনেস’-এর লক্ষণ দেখা দেয়। শ্বাসকষ্ট ও বমির সমস্যায় ভুগতে শুরু করলেও অসুস্থ অবস্থাতেই তিনি বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হয় মহিলা পর্যটকের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিকিম, ঋত্বিক ভট্টাচার্য: উত্তর সিকিমে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল কলকাতার এক মহিলা পর্যটকের। মৃতের বয়স ৪৭ বছর। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উচ্চ পার্বত্য এলাকায় পৌঁছনোর পরই তাঁর শরীরে ‘অলটিটিউড সিকনেস’-এর লক্ষণ দেখা দেয়। শ্বাসকষ্ট ও বমির সমস্যায় ভুগতে শুরু করলেও অসুস্থ অবস্থাতেই তিনি বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হয় তাঁর।
উত্তর সিকিমে বেড়াতে গিয়ে প্রাণ গেল কলকাতার পর্যটকের
উত্তর সিকিমে বেড়াতে গিয়ে প্রাণ গেল কলকাতার পর্যটকের
advertisement

সিকিম প্রশাসনের তথ্য অনুযায়ী, ওই মহিলা কন্যা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে উত্তর সিকিম ভ্রমণে গিয়েছিলেন। লাচুংয়ের ফকায় একটি হোটেলে ওঠেন তাঁরা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯,৬০০ ফুট উচ্চতায় অবস্থিত লাচুংয়ে পৌঁছনোর পর থেকেই তাঁর শারীরিক অস্বস্তি শুরু হয়। তা সত্ত্বেও বৃহস্পতিবার তাঁরা ১৫,৩০০ ফুট উঁচু জিরো পয়েন্ট ও ইউমথাং ভ্যালি ঘুরে হোটেলে ফেরেন।

advertisement

আরও পড়ুন– কর্পোরেট জগতের চাকচিক্য থেকে অরণ্যের প্রশান্তি, TCS-এর চাকরি ছেড়ে মণীশ কুমারের শান্তির খোঁজ পথ দেখাচ্ছে সকলকে

জিরো পয়েন্ট থেকে ফেরার পরই পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। রাতে খাওয়াদাওয়া সেরে তিনি ঘুমোতে গেলেও মাঝরাতে হঠাৎ অবস্থার অবনতি ঘটে। ঘনঘন বমি, তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে লাচুংয়ের সেনা মেডিক্যাল ক্যাম্পে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছনোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

advertisement

View More

প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, উচ্চতায় ওঠার ফলে হওয়া ‘হাই অল্টিটিউড সিকনেস’-ই মৃত্যুর কারণ। ঘটনার পর স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন– ১৫০০-রও বেশি ছবিতে অভিনয়, যে অভিনেতা ৫ প্রজন্মকে হাসিয়েছেন, তিনিই ১৪ বছর ধরে কথা বলেননি, এখনও বন্দি হুইলচেয়ারে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গাসাগরের জঞ্জাল থেকেই উপচে পড়বে টাকা, ৬ মাসে 'সোনার খনি' হয়ে উঠবে সাগরতটের বর্জ্য
আরও দেখুন

এই ঘটনার পর পাহাড়ে বেড়াতে যাওয়া পর্যটকদের সতর্ক থাকার বার্তা দিয়েছে প্রশাসন। বিশেষ করে উচ্চ পার্বত্য এলাকায় ভ্রমণের আগে শারীরিক সক্ষমতা যাচাই, পর্যাপ্ত বিশ্রাম এবং অসুস্থতা দেখা দিলে দ্রুত নিচু এলাকায় নেমে আসার পরামর্শ দেওয়া হয়েছে। পাহাড়ের সৌন্দর্য উপভোগের পাশাপাশি জীবনরক্ষাই যে সবচেয়ে জরুরি, সেই বার্তাই আবারও সামনে এল এই ঘটনায়।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
অসুস্থ অবস্থাতেই জিরো পয়েন্টে ! উত্তর সিকিমে বেড়াতে গিয়ে প্রাণ গেল কলকাতার পর্যটকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল