স্কুল সূত্রে জানা গিয়েছে, আলমারিতে রাখা প্রায় ১২ হাজার নগদ টাকা চুরি গিয়েছে। পাশাপাশি স্কুলের কিছু গুরুত্বপূর্ণ নথিও উধাও। এছাড়া বিদ্যালয়ে লাগানো সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। যদিও স্বস্তির বিষয়, চুরি হলেও কোনও অ্যাকাডেমিক কাগজপত্র চুরি বা নষ্ট করা হয়নি।

আরও পড়ুনঃ অবশেষে সংরক্ষণের ছোঁয়া! হেরিটেজ তকমায় সেজে উঠবে রাসবিহারী ঘোষের পৈতৃক ভিটে, প্রথম সমীক্ষা সম্পন্ন

advertisement

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব কুমার মাইতি জানান, স্কুলে একজন কেয়ারটেকার থাকেন। এদিন সকালে তিনি ফোন করে জানান অফিস রুম-সহ একাধিক রুমের তালা ভাঙা অবস্থায় রয়েছে। স্টাফরুম, অফিস রুম ও প্রধান শিক্ষকের ঘরের তালা ভাঙা হয়েছে এবং আলমারি ভেঙে ফেলা হয়েছে। বিদ্যালয় জুড়ে মোট ৩২টি সিসিটিভি ক্যামেরা থাকলেও দু’টি হার্ডডিস্ক খুলে নিয়ে যাওয়া হয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

প্রধান শিক্ষক আরও জানান, স্কুলের সামনে হাই মাস্ট লাইট ও রাতে নিরাপত্তার জন্য নাইট গার্ডের প্রয়োজন রয়েছে। মানুষের সহযোগিতায় বিদ্যালয়ের পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। এই চুরির ঘটনায় তারা সমস্যায় পড়েছেন। তবে সম্প্রতি ভর্তির টাকা ব্যাঙ্কে জমা দেওয়ায় বড়সড় ক্ষতি থেকে কিছুটা রক্ষা পাওয়া গিয়েছে। এই ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

advertisement