ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আবুঝাটি এলাকায়। ১৯ নম্বর জাতীয় সড়কে। বাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিলেন মানস মণ্ডল। সেখান থেকে বিমান ধরে লাদাখে ফেরার কথা ছিল তাঁর। পথে আচমকা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারলে গাড়িতে থাকা চারজনই গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে নামী বাইকের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন, প্রচুর টাকার ক্ষতি
নিহত সেনা মানস মণ্ডল
আহতদের তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেনা জওয়ান মানস মণ্ডলের মৃত্যু হয়। জানা গিয়েছে, দেড় মাসের ছুটি কাটিয়ে তিনি ফের দেশের সীমান্তে নিজের দায়িত্ব পালনে ফিরছিলেন। প্রজাতন্ত্র দিবসের দিনেই দেশের এক সেনার এমন অকালপ্রয়াণ আরও বেদনাদায়ক করে তুলেছে ঘটনাটিকে। স্ত্রী ও সন্তানের সামনেই নিভে গেল এক সেনার জীবনপ্রদীপ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় তিউড়া গ্রাম ও সোনামুখী এলাকাজুড়ে নেমে এসেছে শোকের আবহ। মঙ্গলবার মৃতদেহ গ্রামে পৌঁছনোর খবরে আত্মীয়স্বজন ও গ্রামবাসীদের চোখে জল। দেশের পতাকা যাঁর বুকের সবচেয়ে কাছের ছিল, সেই সেনা জওয়ানের বিদায়ে আজ কাঁদছে বাঁকুড়া। প্রজাতন্ত্র দিবসে জাতি যখন সেনাদের বীরত্বকে শ্রদ্ধা জানাচ্ছে, তখন মানস মণ্ডলের এই মৃত্যু দেশের কাছে রেখে গেল গভীর শোক ও নীরব সম্মানের বার্তা।






