TRENDING:

Purulia News: গরু চড়ানোর সময় শিয়ালের কামড়! জলাতঙ্কের টিকা নেওয়ার পরেও মহিলার মৃত্যু, পুরুলিয়ায় আতঙ্ক

Last Updated:

Purulia News: এই ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের গভীর জঙ্গলে প্রবেশ না করার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাসঃ পুরুলিয়ায় শিয়ালের কামড়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। রঘুনাথপুর থানার অন্তর্গত চেলিয়ামার মন্ডপডাঙা গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতার নাম সাবিত্রী বাউরি (৪৫)। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সাবিত্রীদেবী গ্রামের মাঠে গরু চড়াতে গিয়েছিলেন। সেই সময় হঠাৎ একটি শিয়াল তাঁকে কামড় দেয়। বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসী ও পরিবারের সদস্যরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বান্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান।
রঘুনাথপুর থানা
রঘুনাথপুর থানা
advertisement

অভিযোগ, সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এর কিছুদিন পরেই সাবিত্রীদেবীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পুনরায় তাঁকে বান্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। কিন্তু সেখানে অবস্থার আরও অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

advertisement

আরও পড়ুনঃ সরস্বতী পুজোয় ঘুরতে বেরিয়ে শেষ তরতাজা যুবক! বাগদার ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত আরও ১

মৃতার আত্মীয় শ্যামাপদ বাউরি জানান, “আমরা সঠিক সময়েই বান্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছিলাম। জলাতঙ্কের টিকাও দেওয়া হয়েছিল। তারপরও কীভাবে এমন ঘটনা ঘটল, তা জানতে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় তদন্ত করা হচ্ছে।”

advertisement

View More

এই বিষয়ে বান্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ চিকিৎসক সৌমিক বাউরি বলেন, “আজ থেকে তিন দিন আগে রোগী হাসপাতালে আসেন। তাঁকে তিনটি ভ্যাকসিন দেওয়া হয় এবং সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়। শনিবার আরও একটি ভ্যাকসিন দেওয়ার কথা ছিল। তবে তার আগেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি বুঝেই তৎক্ষণাৎ উন্নত চিকিৎসার জন্য তাঁকে পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সরস্বতী পুজোয় অভিনব আয়োজন বর্ধমানে! পুষ্পাঞ্জলির মন্ত্র এবার বাংলাতেই, অন্য স্বাদের আরাধনা
আরও দেখুন

এই ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের গভীর জঙ্গলে প্রবেশ না করার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: গরু চড়ানোর সময় শিয়ালের কামড়! জলাতঙ্কের টিকা নেওয়ার পরেও মহিলার মৃত্যু, পুরুলিয়ায় আতঙ্ক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল