পুরুলিয়ার হুড়ার বাসিন্দা তিন বন্ধু মহিতোষ মাহাতো, উজ্জল পরামানিক এবং কিরণ পরামানিক। নিজেদের আঁকা ছবিগুলির মাধ্যমে নানা ধরনের কর্মজীবন, জীবনের প্রতিদিনের দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তুলছেন তাঁরা।
advertisement
এই শিল্পীদের শিল্পকর্মে সাধারণ জীবনচিত্রগুলিও হয়ে উঠছে জীবন্ত, প্রাণবন্ত ও অনুভূতিপূর্ণ। পলাশের রঙে প্রতিটি ছবিতে যেন নতুন প্রাণসঞ্চার হয়। গ্রামের মানুষের কাজ, রাস্তার জীবন, মাঠের প্রাকৃতিক দৃশ্য, নৈসর্গিক পরিবেশ, সবই তাঁদের ক্যানভাসে এক অন্যরকম আলো ও গভীরতা পায়। এই চিত্রগুলি স্থানীয় মানুষের মধ্যে এক ধরনের সজাগতা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।
মহিতোষ, উজ্জল ও কিরণের শিল্পকর্ম এখন অনেকের কাছে প্রশংসিত হচ্ছে এবং স্থানীয় সংস্কৃতির এক অনন্য অংশ হিসেবে গ্রহণযোগ্যতা পাচ্ছে। তাঁদের ছবি শুধুমাত্র ক্যানভাস নয়, বরং একটি অঞ্চলের সংস্কৃতি, জীবনধারা ও প্রকৃতির সৌন্দর্যের গল্প বলছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুলিয়ার তিন বন্ধুর এই কাজ জেলার নাম আরও উজ্জ্বল করেছে। একটি অঞ্চলের সাধারণ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যানভাসে তুলে ধরে তাঁরা দেখিয়েছেন, শিল্প কীভাবে মানুষের জীবনকে আরও সুন্দর ও অর্থপূর্ণ করে তুলতে পারে।





