Purulia News: আধুনিকতার চাকচিক্যেও বজায় থাক পুরনো ঐতিহ্য! ডিজিটাল যুগে পুরুলিয়ার দলিল লেখকের রেডিও-প্রেম, আজও অটুট সেই 'ভালবাসা'
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Purulia News: বর্তমানে চারিদিকে যখন স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবের রমরমা, সেই সময়ও অটুট পুরুলিয়ার দলিল লেখকের পুরনো 'প্রেম'।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ মানুষের কত রকমেরই না শখ থাকে! সেই জন্যই তো কথায় আছে, ‘শখের দাম লাখ টাকা’। তবে বর্তমানে স্মার্টফোনের যুগে দাঁড়িয়েও এক অদ্ভুত শখ রয়েছে পুরুলিয়ার দলিল লেখক মহেশ্বর মাহাতোর। বিগত ১৫ বছরের পুরনো ‘সঙ্গী’ই তাঁর অফিসের প্রাণ। বর্তমানে চারিদিকে যখন স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবের রমরমা, সেই সময়ও আড়ষার এই বাসিন্দা আঁকড়ে ধরে আছেন বাতাসের তরঙ্গে ভেসে আসা সেই পুরনো বেতার তরঙ্গকে, যা আদতে তাঁর ভালবাসা।
পেশায় দলিল লেখক মহেশ্বরবাবুর অফিস পুরুলিয়া শহরে। নথিপত্র আর আইনি কাগজের ভিড়ে তাঁর টেবিলের সবচেয়ে উজ্জ্বল বস্তুটি হল ১৫ বছরের পুরনো একটি রেডিও। গান শোনা হোক কিংবা গুরুত্বপূর্ণ খবর- সবটাই তিনি রেডিওতেই শোনেন। হাজারও কর্মব্যস্ততার মাঝে তাঁর রিফ্রেশমেন্ট এই রেডিও।
আরও পড়ুনঃ মানবিকতা একেই বলে! ধূপগুড়ির একদল যুবকের অনুপ্রাণিত করার মতো কাজ, সবটা জানলে কুর্নিশ জানাবেন
এই বিষয়ে মহেশ্বরবাবু বলেন, ডিজিটাল যুগে চাকচিক্যের ভিড়ে পুরনো ঐতিহ্য মানুষ প্রায় প্রায় ভুলতেই বসেছে। এই রেডিওতে তিনি যে আনন্দ পান তা অন্য কোনও ডিভাইসে পান না। পরবর্তী প্রজন্ম যাতে রেডিও কী জিনিস সেটা ভুলে না যায়, সেই কারণেই সযত্নে নিজের রেডিওকে সামলে রেখেছেন তিনি। আগামী দিনেও এই ভাবেই নিজের রেডিওকে আগলে রাখবেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরম যত্নে বিগত ১৫ বছর ধরে এই রেডিও আগলে রেখেছেন মহেশ্বরবাবু। আজও নতুনের মতোই চকচকে তাঁর রেডিও। মহেশ্বরবাবুর এই নেশার কথা এখন সর্বত্র ছড়িয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার যুগে তাঁর এই রেডিও-প্রেম এখন শহর জুড়ে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে।
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Jan 28, 2026 10:44 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: আধুনিকতার চাকচিক্যেও বজায় থাক পুরনো ঐতিহ্য! ডিজিটাল যুগে পুরুলিয়ার দলিল লেখকের রেডিও-প্রেম, আজও অটুট সেই 'ভালবাসা'








