প্রায় ছয় মাসেরও বেশি সময় গভীর জঙ্গলের মধ্যেই কাটে তাঁদের জীবন। এবারের শীত তাঁদের কাছে কতটা সুখের ছিল, অন্যান্য বছরের তুলনায় কেমন লাভ-লোকসান হয়েছে, সেই সব অভিজ্ঞতা ঝুলির মধ্যে নিয়ে তাঁরা ফিরছেন বাড়ির পথে।
advertisement
কুয়াশা ভেজা ভোর, হিমেল হাওয়া আর জঙ্গলের নিস্তব্ধতার মধ্যেই দিনের পর দিন চলেছে তাঁদের কঠোর পরিশ্রম। ভোরের অন্ধকারে খেজুর গাছে উঠে রস সংগ্রহ, তারপর সেই রস জ্বাল দিয়ে তৈরি হয় গুড়, এই নিয়মেই কেটেছে একের পর এক দিন। প্রতিকূল পরিবেশ, শারীরিক পরিশ্রম আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করেই এগিয়েছেন তাঁরা। তবে এবছর দীর্ঘ সময় জঙ্গলে কাটালেও শীত তাঁদের মুখে এনে দিয়েছে খানিকটা স্বস্তির হাসি।
প্রায় ছয় মাসের বেশি সময় ধরে কাজ করার সুযোগ পাওয়ায় তুলনামূলকভাবে লাভও হয়েছে ভাল। সেই সন্তুষ্টিই এখন ফুটে উঠছে তাঁদের চোখেমুখে। শীত বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই তাই শুরু হয়েছে তাঁদের ঘরে ফেরার তোড়জোড়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দীর্ঘ ছয় মাসের সংগ্রাম, পরিশ্রম আর জঙ্গলের স্মৃতি সঙ্গে নিয়ে আবার নিজেদের গ্রামে, নিজেদের মানুষের কাছে ফিরে যাচ্ছেন শিউলিরা। নতুন আশায়, আগামী শীতের অপেক্ষায়।





