প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কল সেন্টার থেকে নৈহাটি রোড সংযোগকারী এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। একাধিকবার সংস্কার করা হলেও তা টেকসই না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছিল সাধারণ মানুষকে।
advertisement
তিন নম্বর শ্মশান সহ অশোকনগর থানায় যাতায়াতে এই রাস্তা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশেষে সেই বেহাল রাস্তার স্থায়ী সমাধানের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি তাপস ভট্টাচার্যের উদ্যোগে পেভার ব্লক দিয়ে রাস্তা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। পেভার ব্লক ব্যবহার করে রাস্তা নির্মাণ হলে বর্ষাকাল সহ যেকোনও আবহাওয়াতেই রাস্তার স্থায়িত্ব বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভারী যান চলাচলেও ক্ষতির আশঙ্কা থাকবে না।
এদিন পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকারের উপস্থিতিতে ১৪ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এই রাস্তা তৈরির কাজের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রীতিমতো উৎসবের আবহ লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে খুশি এবং যাতে দ্রুত কাজ শেষ হয় সে বিষয়েও নজরদারি চালানো হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী মানুষকে এই পরিষেবা পাইয়ে দিয়ে খুশি বলে জানান। আগামীদিনে এই অত্যাধুনিক মানের রাস্তা ব্যবহার করেই অশোকনগরবাসী নিজেদের প্রয়োজনীয় গন্তব্যে মসৃণভাবে পৌঁছতে পারবেন।






