অন্যদিকে, আক্রান্ত মহিলা নার্সের চিকিৎসা এখনও চলছে। তিনি চিকিৎসকদের করা পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিপা ভাইরাস সংক্রমণের খবর সামনে আসতেই হাসপাতাল চত্বরে সতর্কতা বাড়ানো হয়।
স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনে সংক্রমণ প্রতিরোধে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছিল বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এখন গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই আশ্বস্ত করা হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের তরফে। তবে বাইরের কাঁটা ফল থেকে শুরু করে, উন্মুক্ত জায়গায় থাকা জিনিসপত্র গ্রহণে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 31, 2026 3:49 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nipah Virus: নিপা আক্রান্ত পুরুষ নার্স সুস্থ হয়ে ফিরলেন বাড়ি, তবু সতর্ক থাকার বার্তা
