TRENDING:

Amrit Bharat Express: লক্ষ লক্ষ যাত্রীর জন্য বিরাট সুখবর! এবার হাওড়া-সাঁতরাগাছি ও শিয়ালদহ থেকে মিলবে নয়া অমৃত ভারত এক্সপ্রেস 

Last Updated:

Amrit Bharat Express: ভারতের উন্নত সংযোগ স্থাপন, তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ১৮.০১.২০২৬ তারিখে নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনগুলির উদ্বোধন করবেন, যথা, হাওড়া-আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস, শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস এবং সাঁতরাগাছি - তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 হাওড়া: মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ১৮.০১.২০২৬ তারিখে নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনগুলির উদ্বোধন করবেন, যথা, হাওড়া-আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস, শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস এবং সাঁতরাগাছি – তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস।
News18
News18
advertisement

অমৃত ভারত এক্সপ্রেস হল সাধারণ মানুষকে আরামদায়ক, সাশ্রয়ী এবং আধুনিক রেল ভ্রমণ পরিষেবা প্রদানের জন্য ভারতীয় রেলওয়ের প্রতিশ্রুতির একটি উজ্জ্বল উদাহরণ। ভারতে ডিজাইন ও নির্মিত এই ট্রেনটিতে যাত্রীদের জন্য উন্নত আরাম, উন্নত আসন এবং অত্যাধুনিক সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে। এটি একটি অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যৎ-প্রস্তুত রেল পরিবহন ব্যবস্থার দূরদৃষ্টির প্রতীক, যা সারা দেশের মানুষ, স্থান এবং আকাঙ্ক্ষাকে সংযুক্ত করে।

advertisement

আরও পড়ুন-জানুয়ারিতে ‘জ্যাকপট’…! মকর রাশিতে সূর্য-বুধের সংযোগ, বুধাদিত্য রাজযোগে ‘রাজা’ হবে ৩ রাশি, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

১৩০৬৫ হাওড়া-আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস (সাপ্তাহিক) প্রতি বৃহস্পতিবার রাত ২৩:১০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে তৃতীয় দিন ০২:৫০ মিনিটে আনন্দ বিহারে পৌঁছাবে। ফিরতি পথে, ১৩০৬৬ আনন্দ বিহার – হাওড়া অমৃত ভারত এক্সপ্রেস প্রতি শনিবার ভোর ০৫:১৫ মিনিটে আনন্দ বিহার থেকে ছেড়ে পরের দিন সকাল ১০:৫০ মিনিটে হাওড়ায় পৌঁছাবে। ট্রেনটি উভয় দিকে যাত্রাপথে পূর্ব রেলওয়ের আওতাধীন ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল স্টেশন সহ ২৬টি স্টেশনে থামবে।

advertisement

আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে…! মকর রাশিতে সূর্যের গোচর মেষ ও মীন রাশিকে ‘ধনী’ করবে, কারা ভাগ্যবান? আপনার কপালে কী?

সেরা ভিডিও

আরও দেখুন
মকর সংক্রান্তিতে নীঝারি বুড়ির পুজো হয় নারায়ণগড়ে! লৌকিক দেবীর আরাধনায় মেলা
আরও দেখুন

২২৫৮৮ বারাণসী-শিয়ালদহ অমৃত ভারত এক্সপ্রেস প্রতি রবিবার, মঙ্গলবার এবং শুক্রবার রাত ২২:১০ মিনিটে বারাণসী থেকে ছেড়ে পরের দিন সকাল ০৯:৫৫ মিনিটে শিয়ালদহে পৌঁছাবে। ফিরতি পথে, ২২৫৮৭ শিয়ালদহ- বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস প্রতি সোমবার, বুধবার এবং শনিবার সন্ধ্যা ১৯:৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে পরের দিন সকাল ০৭:২০ মিনিটে বারাণসীতে পৌঁছাবে। ট্রেনটি উভয় দিকে যাত্রাপথে পূর্ব রেলওয়ের আওতাধীন জসিডিহ, মধুপুর, আসানসোল এবং দুর্গাপুর স্টেশন সহ ০৬টি স্টেশনে থামবে। ১৬১০৭ তাম্বারাম-সান্ত্রাগাছি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি প্রতি শুক্রবার ১৫:৩০ ঘটিকায় তাম্বারাম থেকে ছেড়ে পরের দিন ২০:১৫ ঘটিকায় সান্ত্রাগাছি পৌঁছাবে। ফিরতি পথে, ১৬১০৮ সান্ত্রাগাছি-তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি প্রতি শনিবার ২৩:৫৫ ঘটিকায় সান্ত্রাগাছি থেকে ছেড়ে তৃতীয় দিন ১০:০০ ঘটিকায় তাম্বারাম পৌঁছাবে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Amrit Bharat Express: লক্ষ লক্ষ যাত্রীর জন্য বিরাট সুখবর! এবার হাওড়া-সাঁতরাগাছি ও শিয়ালদহ থেকে মিলবে নয়া অমৃত ভারত এক্সপ্রেস 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল