স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে শান্তিপুরের দিক থেকে রানাঘাটের দিকে একটি যাত্রীবাহী অটো যাচ্ছিল। সেই সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেট চারচাকা গাড়ি আচমকা অটোটিকে ধাক্কা মারে। ধাক্কার জেরে অটোটি রাস্তার ওপর ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। অটোর মধ্যে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর জখম হন।
advertisement
প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, চারচাকা গাড়িটি সার্ভিস রোডে থাকার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ সূত্রে খবর, গাড়িটির একটি টায়ার হঠাৎ ফেটে হয়ে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান এবং সামনে থাকা অটোর পেছনে গিয়ে ধাক্কা মারেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে প্রথমে ফুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।






