সোমবার রাত আনুমানিক বারোটা নাগাদ দুই ভাই তাঁতঘর থেকে কাজ করে পাশের দালানঘরে ঘুমোন। এদিন ভোর প্রায় ছ’টা নাগাদ প্রতিবেশীদের চেঁচামেচিতে ঘুম ভাঙলে বেরিয়ে দেখেন, তাঁদের তাঁত ঘরে আগুন জ্বলছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভরা তানা সহ একটি কাঠের তাঁত, কাঠের ড্রাম, নলি সুতো সহ আনুষাঙ্গিক সরঞ্জাম সমস্তই ভস্মীভূত হয়েছে। এমনকি ওই তাঁত ঘরে থাকা দু’টি মোটরসাইকেলও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত।
advertisement
প্রতিবেশীরা জানাচ্ছেন, তাঁরা যখন প্রথম আগুন দেখতে পান সেই সময় পেট্রোলের গন্ধও উপলব্ধি করেন। এছাড়া ওই কারখানা ঘরে কোনও ইলেকট্রিকের ব্যবস্থা নেই। এমনকি যে দু’ভাই কাজ করেন, তাঁরা বিড়ি, সিগারেট কিছুই খান না। তাই পরিকল্পনা মাফিক এই আগুন লাগানো হয়েছে বলে মনে করছেন পরিবার এবং প্রতিবেশীরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এত বড় অগ্নিকাণ্ডে স্থানীয়রা আশেপাশের বাড়ি থেকে মোটর চালিয়ে জল দিয়ে প্রায় এক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনলেও দমকলে খবর দেওয়ার কথা কেউই ভাবেননি। তবে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, পার্শ্ববর্তী বেশ কয়েকটি সিসি ক্যামেরা রয়েছে। সেখান থেকে দুষ্কৃতীদের আসা-যাওয়া বোঝা সম্ভব হতে পারে। তবে সকলেই চাইছেন, এই কাজের সঙ্গে কেউ যুক্ত আছে কিনা সেটা পুলিশ প্রশাসন খতিয়ে দেখুক।





