এরপর সেই সুতো ব্যবহার করেই তারা হাতে বোনা রেশমের শাড়ি ও কাপড় তৈরি করছেন, যা এখন এলাকার বাইরেও সমান জনপ্রিয়তা পাচ্ছে। তারা জানান, প্রথমে গাছের পাতা সংগ্রহ থেকে শুরু করে গুটিপোকা লালন-পালন, সুতো বার করা এবং শেষ পর্যন্ত কাপড় বোনার প্রতিটি ধাপেই যুক্ত রয়েছেন গ্রামের মহিলারা।
advertisement
ফলে একদিকে যেমন কর্মসংস্থান তৈরি হয়েছে, তেমনই তাঁদের পারিবারিক আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে যাঁরা শুধুমাত্র গৃহস্থালির কাজেই সীমাবদ্ধ ছিলেন, আজ তাঁরাই নিজেদের পরিশ্রমে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন। স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইনের মাধ্যমেও এই হাতে বোনা রেশমের কাপড় বিক্রি হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দেশের বিভিন্ন প্রান্তে অর্ডার অনুযায়ী শাড়ি ও কাপড় পাঠানো হচ্ছে কুরিয়ারের মাধ্যমে। স্বল্প পুঁজি আর পরিশ্রমের জোরে এই উদ্যোগ আজ গ্রামের মহিলাদের কাছে আশার আলো হয়ে উঠেছে। হরেকৃষ্ণপুরের এই মহিলাদের গুটিপোকা চাষ ও রেশম শিল্প শুধু স্বনির্ভরতার পথই দেখাচ্ছে না, গ্রামীণ অর্থনীতিকে আরও মজবুত করার দৃষ্টান্তও স্থাপন করছে।





