Purulia News: বিশ্ব উষ্ণায়ন রুখতে ময়দানে নামল ছাত্রীরা, এলাকায় খুদে বিজ্ঞানীদের নিয়ে জয়জয়কার! প্রজেক্ট দেখে মুগ্ধ কাশীপুর
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Purulia News: এই উদ্যোগের মাধ্যমে পড়ুয়ারা প্রমাণ করেছে, পরিবেশ রক্ষার লড়াইয়ে বয়স কোনও বাধা নয়, সচেতনতা ও সদিচ্ছাই সবচেয়ে বড় শক্তি।
পুরুলিয়া, শান্তনু দাস: বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে এবার বড়দের পাশাপাশি সচেতনতার ময়দানে নেমেছে খুদে পড়ুয়ারাও। মানুষের নানা দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের ফলেই বিশ্ব উষ্ণায়ন আজ ক্রমশ ভয়ংকর রূপ নিচ্ছে। এর ফলে পৃথিবী ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। এই গুরুতর বিষয়টিকে সামনে রেখে বিশ্ব উষ্ণায়ন বিষয়ে একটি সচেতনতামূলক প্রজেক্ট তৈরি করেছে পুরুলিয়া জেলার হুড়া উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।
ছাত্রীদের তৈরি এই প্রজেক্টের মাধ্যমে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সম্প্রতি কাশীপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে ওই প্রজেক্টটি প্রদর্শিত হয়। সেখানে উপস্থিত দর্শকদের মধ্যে এটি বিশেষ আগ্রহ ও সচেতনতা সৃষ্টি করে।
আরও পড়ুন: চিকেন রেশমি কাবাব, ফ্রাইড রাইস…! বিয়েবাড়ি ফেল, ৩০ টাকা চাঁদায় সরস্বতী পুজোয় এলাহি ভোজ নদিয়ার স্কুলে, চেটেপুটে খেল পড়ুয়ারা
জানা যায়, বিদ্যালয়ের প্রায় ছয়জন ছাত্রী নিজের হাতে এই প্রজেক্টটি তৈরি করেছে। বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী পায়েল গড়াই, রাজলক্ষ্মী দে ও ময়না মাহাতো জানায়, “আমরা এই প্রজেক্টের মাধ্যমে সমাজকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছি, বিশ্ব উষ্ণায়ন রুখতে হলে এখনই সচেতন হতে হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে মানুষ প্রয়োজনের তুলনায় অনেক বেশি গাছ কেটে ফেলছে, যার ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। এর প্রভাব পড়ছে পরিবেশ ও বন্যপ্রাণীদের ওপর। পাশাপাশি অতিরিক্ত যানবাহনের কারণে বায়ু দূষণ বাড়ছে, যা বিশ্ব উষ্ণায়নকে আরও তীব্র করে তুলছে।” এই উদ্যোগের মাধ্যমে পড়ুয়ারা প্রমাণ করেছে, পরিবেশ রক্ষার লড়াইয়ে বয়স কোনও বাধা নয়, সচেতনতা ও সদিচ্ছাই সবচেয়ে বড় শক্তি।
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Jan 29, 2026 1:43 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: বিশ্ব উষ্ণায়ন রুখতে ময়দানে নামল ছাত্রীরা, এলাকায় খুদে বিজ্ঞানীদের নিয়ে জয়জয়কার! প্রজেক্ট দেখে মুগ্ধ কাশীপুর









