TRENDING:

Memari News: রাস্তায় পুলিশ দেখেই রাস্তায় নেমে অন্ধকার মাঠে ছুটল...গাড়ির কাছে পৌঁছতেই চক্ষু চড়কগাছ পুলিশের

Last Updated:

পুলিশ দেখেই নম্বর প্লেটহীন গাড়িটি রেখে চম্পট দেয় বেশ কয়েক জন যুবক!পুলিশি তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা,আইফোন সহ একাধিক মোবাইল,ল্যাপটপ ও প্রচুর ডেবিট ও ক্রেডিট কার্ড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেমারি: দূরে পুলিশ দেখেই রাস্তায় দাঁড়িয়ে গেল একটি গাড়ি। সেই দাঁড় করিয়ে যাত্রীরা নেমে ছুটে মিলিয়ে গেল রাস্তার পাশের মাঠে,অন্ধকারে। কৌতূহলী পুলিশ গাড়িটির কাছে এগিয়ে এসে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ। থরে থরে সাজানো টাকার বান্ডিল৷ আর সেই বান্ডি বান্ডিল টাকা ফেলে রেখেই চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। কোথায় ঘটলো এমন ঘটনা?
News18
News18
advertisement

পুলিশ দেখেই নম্বর প্লেটহীন গাড়িটি রেখে চম্পট দেয় বেশ কয়েক জন যুবক!পুলিশি তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা,আইফোন সহ একাধিক মোবাইল,ল্যাপটপ ও প্রচুর ডেবিট ও ক্রেডিট কার্ড।

আরও পড়ুন: দু’সপ্তাহের মধ্যে দিতে হবে হলফনামা! মমতা-সহ ৪ জনকে নির্দেশ সুপ্রিম কোর্টের, I-PAC কাণ্ডে ইডি-র দাবিকে মান্যতা

পুলিশ সূত্রে জানা গেছে,গাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার অঙ্ক প্রায় সাড়ে ছয় লক্ষ।এছাড়া প্রায় ১৫-১৬ টি ডেবিট ও ক্রেডিট কার্ড পাওয়া গেছে গাড়ি থেকে। উদ্ধার হয়েছে একটি আইফোন সহ চারটে মোবাইল ফোন।এছাড়াও উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ ও একটি ট্যাব।১৯ নং জাতীয় সড়কের পূর্ব বর্ধমানের মেমারি থানার পালসিট টোল প্লাজার ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।

advertisement

বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক অনুমান সাইবার ক্রাইমে যুক্ত থাকতে পারে গাড়িতে থাকা লোকজন। ঘটনাস্থলে উপস্থিত থাকা এক পুলিশ অফিসার বলেন, ‘‘তখন নাকা চেকিং চলছিল। প্রায় সব গাড়িতেই তল্লাশি চালানো হচ্ছিল। হঠাৎই দেখি দূরে একটা গাড়ি দাঁড়িয়ে গেল। কয়েক জন যুবক গাড়ি থেকে নেমে দৌড়ে মাঠের অন্ধকারে মিলিয়ে গেল। তখনই সন্দেহ হয়। আমরা এগিয়ে গিয়ে তল্লাশি চালাই। তখনই গাড়ির মধ্যে যে এতো টাকা রয়েছে তা নজরে আসে।’’

advertisement

আরও পড়ুন :‘অত‍্যন্ত সিরিয়াস ঘটনা,’ I-PAC কাণ্ডে নোটিস জারি করবে সুপ্রিম কোর্ট…হাওয়ালার মাধ‍্যমে গোয়ায় টাকা! অভিযোগ ইডি-র

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গাসাগর সম্ভব নয়, রায়মঙ্গলেই পুণ্যস্নান! মকর সংক্রান্তিতে সুন্দরবনে ভক্তির জোয়ার
আরও দেখুন

টাকা ও অন্যান্য সামগ্রী সহ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে মেমারি থানার পুলিশ। রাতেই বেশ কিছুক্ষণ ধরে চলে টাকা গোনার কাজ। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও অপরাধ সংঘটিত করে ফিরছিল দুষ্কৃতীরা। নিজেদের আড়াল করতেই নম্বর প্লেট খুলে রেখেছিল তারা। নাকা চেকিংয়ে ধরা পড়া নিশ্চিত বুঝেই তারা চম্পট দেয়। মোবাইল ফোনগুলির সূত্র ধরে তারা কোথাকার বাসিন্দা তা জানার চেষ্টা চালানো হচ্ছে। সেই সঙ্গে পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের হদিশ পেতে তল্লাশি চালানো হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Memari News: রাস্তায় পুলিশ দেখেই রাস্তায় নেমে অন্ধকার মাঠে ছুটল...গাড়ির কাছে পৌঁছতেই চক্ষু চড়কগাছ পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল