এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী, সিএনসিআই-এর ডিরেক্টর ডা. জয়ন্ত চক্রবর্তী এবং ভিইসিসি-এর ডিরেক্টর ডা. সুমিত সোম। তিনটি জাতীয় গুরুত্বসম্পন্ন প্রতিষ্ঠানের মধ্যে এই একাডেমিক সহযোগিতা দেশের উচ্চশিক্ষা ও চিকিৎসা গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
আইআইটি খড়গপুরের স্কুল অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (SMST)-এর তত্ত্বাবধানে যৌথভাবে পরিচালিত এই এম.এসসি. প্রোগ্রামগুলিতে ভর্তি হওয়া যাবে জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (JAM)-এর মাধ্যমে। আগামী ২০২৬–২৭ শিক্ষাবর্ষ থেকে এই কোর্স চালু হওয়ার কথা। মূল লক্ষ্য, দেশের বিভিন্ন ক্যানসার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে নিউক্লিয়ার মেডিসিন এবং মেডিক্যাল ফিজিক্সে দক্ষ পেশাদার তৈরি করা।
এই সমঝোতা স্মারক বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এসএমএসটি-এর চেয়ারম্যান অধ্যাপক মহিতোষ মণ্ডল এবং সহকারী অধ্যাপক ডা. গোরাচাঁদ দত্ত। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সৌমেন দাস, ডিন, বি.সি. রায় মাল্টি-স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টারের অধ্যাপক রামকৃষ্ণ সেন, ডিন, ফ্যাকাল্টি অব বায়োসায়েন্সেস অ্যান্ড বায়োটেকনোলজি, আইআইটি খড়গপুরের বিভিন্ন বিভাগের শিক্ষকরা এবং সিএনসিআই ও ভিইসিসি-র প্রতিনিধিরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ জানিয়েছে, এই MoU তাদের সমন্বিত মেডিক্যাল শিক্ষা ও আধুনিক স্বাস্থ্যপরিষেবা ভাবনার অংশ। ভবিষ্যতে ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি সুপার স্পেশালিটি হাসপাতাল (SPMSH)-এ ডে-কেয়ার কেমোথেরাপি, উন্নত রেডিওলজি পরিষেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর ক্যানসার প্রযুক্তি চালুর পরিকল্পনাও রয়েছে। যা সিএনসিআই ও ভিইসিসি-র সহযোগিতায় বাস্তবায়িত হবে। এই উদ্যোগ দেশের ক্যানসার চিকিৎসা ও গবেষণাকে আরও শক্তিশালী করবে বলেই আশা সংশ্লিষ্ট মহলের।






