TRENDING:

IIT Kharagpur News: ক্যানসার গবেষণায় নয়া দিগন্ত! নিউক্লিয়ার মেডিসিন ও মেডিক্যাল ফিজিক্সে মাস্টার্স চালু হচ্ছে আইআইটি খড়গপুরে, কারা সুযোগ পাবে?

Last Updated:

IIT Kharagpur News: নিউক্লিয়ার মেডিসিন ও মেডিক্যাল ফিজিক্স বিষয়ে এম.এস.সি. কোর্স চালু করার লক্ষ্যে ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার (VECC) এবং চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (CNCI)-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করল আইআইটি খড়গপুর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: দেশে ক্যানসার চিকিৎসা ও গবেষণায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল আইআইটি খড়গপুর। নিউক্লিয়ার মেডিসিন ও মেডিক্যাল ফিজিক্স বিষয়ে এম.এস.সি. কোর্স চালু করার লক্ষ্যে ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার (VECC) এবং চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (CNCI)-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করল দেশের প্রথম আইআইটি (IIT)।
নিউক্লিয়ার মেডিসিন ও মেডিক্যাল ফিজিক্সের মাস্টার্স চালু হচ্ছে আইআইটি খড়গপুরে
নিউক্লিয়ার মেডিসিন ও মেডিক্যাল ফিজিক্সের মাস্টার্স চালু হচ্ছে আইআইটি খড়গপুরে
advertisement

এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী, সিএনসিআই-এর ডিরেক্টর ডা. জয়ন্ত চক্রবর্তী এবং ভিইসিসি-এর ডিরেক্টর ডা. সুমিত সোম। তিনটি জাতীয় গুরুত্বসম্পন্ন প্রতিষ্ঠানের মধ্যে এই একাডেমিক সহযোগিতা দেশের উচ্চশিক্ষা ও চিকিৎসা গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ শেষ বয়সে আর কষ্ট নয়! ‘রাষ্ট্রীয় বয়শ্রী’ প্রকল্পের অধীনে ঘরে ঘরে উন্নতমানের সহায়ক সরঞ্জাম, দুবরাজপুর বিধায়কের জনদরদি উদ্যোগ

advertisement

আইআইটি খড়গপুরের স্কুল অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (SMST)-এর তত্ত্বাবধানে যৌথভাবে পরিচালিত এই এম.এসসি. প্রোগ্রামগুলিতে ভর্তি হওয়া যাবে জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (JAM)-এর মাধ্যমে। আগামী ২০২৬–২৭ শিক্ষাবর্ষ থেকে এই কোর্স চালু হওয়ার কথা। মূল লক্ষ্য, দেশের বিভিন্ন ক্যানসার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রে নিউক্লিয়ার মেডিসিন এবং মেডিক্যাল ফিজিক্সে দক্ষ পেশাদার তৈরি করা।

advertisement

View More

আরও পড়ুনঃ খুদে পাঠকদের ভিড়ে জমজমাট মুর্শিদাবাদ বইমেলা! পড়ুয়াদের মোবাইল আসক্তি তাড়াতে দারুণ প্রয়াস, খুশি অভিভাবকরা

এই সমঝোতা স্মারক বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এসএমএসটি-এর চেয়ারম্যান অধ্যাপক মহিতোষ মণ্ডল এবং সহকারী অধ্যাপক ডা. গোরাচাঁদ দত্ত। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সৌমেন দাস, ডিন, বি.সি. রায় মাল্টি-স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টারের অধ্যাপক রামকৃষ্ণ সেন, ডিন, ফ্যাকাল্টি অব বায়োসায়েন্সেস অ্যান্ড বায়োটেকনোলজি, আইআইটি খড়গপুরের বিভিন্ন বিভাগের শিক্ষকরা এবং সিএনসিআই ও ভিইসিসি-র প্রতিনিধিরা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মুখ ফুটে বলতে না পারলেও তিনি বুঝে নেন, বিনা পয়সাতেও করেন চিকিৎসা, গরিবের ডাক্তার তিনি...
আরও দেখুন

আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ জানিয়েছে, এই MoU তাদের সমন্বিত মেডিক্যাল শিক্ষা ও আধুনিক স্বাস্থ্যপরিষেবা ভাবনার অংশ। ভবিষ্যতে ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি সুপার স্পেশালিটি হাসপাতাল (SPMSH)-এ ডে-কেয়ার কেমোথেরাপি, উন্নত রেডিওলজি পরিষেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর ক্যানসার প্রযুক্তি চালুর পরিকল্পনাও রয়েছে। যা সিএনসিআই ও ভিইসিসি-র সহযোগিতায় বাস্তবায়িত হবে। এই উদ্যোগ দেশের ক্যানসার চিকিৎসা ও গবেষণাকে আরও শক্তিশালী করবে বলেই আশা সংশ্লিষ্ট মহলের।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
IIT Kharagpur News: ক্যানসার গবেষণায় নয়া দিগন্ত! নিউক্লিয়ার মেডিসিন ও মেডিক্যাল ফিজিক্সে মাস্টার্স চালু হচ্ছে আইআইটি খড়গপুরে, কারা সুযোগ পাবে?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল