অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কাছে একটি তুলোর দোকানে। জানা গিয়েছে, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় দোকানে বসে নমাজ পড়ছিলেন প্রায় পঞ্চাশ বছর বয়সী তাবাস্যুম বেগম। দোকানে মশা মারার জন্য ধূপকাঠি জ্বালানো হয়েছিল। আর সেখান থেকেই আগুন লেগে যায় তুলোর বস্তায়। দোকানে বিপুল পরিমাণে তুলোর বস্তা মজুত থাকায় আগুন মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার ধারণ করে।
advertisement
আরও পড়ুনঃ সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রা হয়ে উঠল রণক্ষেত্র! চলল ইটবৃষ্টি-লাঠিচার্জ, উত্তপ্ত কৃষ্ণনগর
দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা দোকান। স্থানীয়রা আগুন জ্বলতে দেখে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নেভাতে ব্যর্থ হন তারা। এরপর দমকল বিভাগে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়। চলে আগুন নেভানোর চেষ্টা। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের কর্মীরা। তবে আগুনে শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে যায় তাবস্যুম বেগমের। স্থানীয়রা তাকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।
দমকলের আধিকারিকরা জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই তারা ছুটে আসেন। ঘটনাস্থলে পৌঁছে তারা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আসলেও দোকানের মালিক ওই মহিলা অগ্নিদগ্ধ হয়েছেন বলে তারা জানতে পেরেছেন।
