Nadia News: সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রা হয়ে উঠল রণক্ষেত্র! চলল ইটবৃষ্টি-লাঠিচার্জ, উত্তপ্ত কৃষ্ণনগর
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Nadia News: রবিবার ছিল কৃষ্ণনগরে সরস্বতী পুজোর বিসর্জরনে শোভাযাত্রা। বিসর্জন ঘিরে দুই ক্লাবের মধ্যে অশান্তি। কোতোয়ালি থানার সামনেই ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলল পুলিশের লাঠিচার্জ।
কৃষ্ণনগর, নদিয়া, সমীর রুদ্র: কৃষ্ণনগরে সরস্বতী পুজোর বিসর্জনে অব্যাহত রইল অশান্তি। কোতোয়ালি থানার সামনেই ইটবৃষ্টি চলল দুটি ক্লাবের সদস্যদের মধ্যে। রবিবার ছিল কৃষ্ণনগরে সরস্বতী পুজোর বিসর্জরনে শোভাযাত্রা। সন্ধ্যা থেকে শুরু হয় বিসর্জন পর্ব। শতাধিক ক্লাব ও বারোয়ারি তাদের প্রতিমা নিয়ে অংশগ্রহণ করে শোভাযাত্রায়।
প্রথম দিকে বিসর্জনের শোভাযাত্রা ঠিকঠাক চললেও গভীর রাতে দুই ক্লাবের মধ্যে শুরু হয় অশান্তি। কোতোয়ালি থানার সামনেই ষষ্ঠীতলা বারোয়ারি ও গেট রোড বারোয়ারির সদস্যদের মধ্যে শুরু হয় ইটবৃষ্টি। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন রাস্তার দু’পাশে থাকা দর্শনার্থীরা।
আরও পড়ুনঃ আধুনিকতার ভিড়ে শাস্ত্রীয় সুরের পুনর্জাগরণ! নারায়ণগড়ে ব্যতিক্রমী আয়োজন, উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পীর পদধূলিতে মঞ্চ আলোকিত
দুই ক্লাবের সদস্যরা একে অন্যকে লক্ষ্য করে এলোপাথাড়ি ঢিল ছুটতে থাকে। সরস্বতী পুজো বিসর্জনের শোভাযাত্রা রণক্ষেত্রের চেহারা নেয়। রাস্তায় প্রতিমা রেখেই যে যার মতো পালিয়ে যান ক্লাবের সদস্যরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্রকৃতিকে ‘ভগবান’ রূপে পুজো! বসন্তের আগমনে ভারতের প্রাচীন জনজাতির উধৌলি উৎসব উদযাপন, স্বচক্ষে দেখুন
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে পুলিশ। মৃদু লাঠিচার্জ চালাতে বাধ্য হয় পুলিশ। সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় অশান্তি পাকানোর অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এরপর পুনরায় বিসর্জন পর্ব শুরু হয়। পুলিশের উপস্থিতিতে নির্বিঘ্নে সম্পন্ন হয় বাগদেবীর বিসর্জন।
Location :
Nadia,West Bengal
First Published :
Jan 26, 2026 5:41 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রা হয়ে উঠল রণক্ষেত্র! চলল ইটবৃষ্টি-লাঠিচার্জ, উত্তপ্ত কৃষ্ণনগর








