গ্রামবাসীদের অভিযোগ, কয়েক কিলোমিটার জুড়ে রাস্তা খানাখন্দে ভরা থাকায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে। অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়াও কার্যত দুঃসাধ্য হয়ে পড়েছে। একই সঙ্গে এলাকায় পানীয় জলের তীব্র সংকট তৈরি হয়েছে। বাধ্য হয়ে পুকুরের দূষিত জল ব্যবহার করতে গিয়ে ছড়িয়ে পড়ছে পেটের রোগসহ নানা অসুখ।
স্থানীয়দের দাবি, একাধিকবার প্রশাসনের কাছে সমস্যার কথা জানানো হলেও কোনও স্থায়ী সমাধান মেলেনি। সেই কারণেই দলমত নির্বিশেষে তারা পথে নামতে বাধ্য হয়েছেন। অবরোধের জেরে সমুদ্রসৈকতগামী পর্যটকদের গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়, আটকে পড়েন বহু মানুষ।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলে প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। তবে গ্রামবাসীদের স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত রাস্তা সংস্কার ও পানীয় জলের স্থায়ী ব্যবস্থা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
