TRENDING:

Singur Movement: মমতা বন্দ্যোপাধ্যায়র সিঙ্গুর আন্দোলন, অনশনস্থল মেট্রো চ্যানেলে বসল 'ফলক'

Last Updated:

Singur Movement: মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় জোর করে কৃষিজমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন। ২০০৬ সালের ১৮ মে সিঙ্গুরে ছোট গাড়ি তৈরির প্রকল্প ঘোষণা করেছিলেন রতন টাটা। ২৫ মে থেকে ৯৯৭ একর কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছিল। তার নেতৃত্বে ছিল তদানীন্তন বিরোধী দল তৃণমূল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০০৬-এ সিঙ্গুরে টাটার প্রকল্প ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় জোর করে কৃষিজমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন। ২০০৬ সালের ১৮ মে সিঙ্গুরে ছোট গাড়ি তৈরির প্রকল্প ঘোষণা করেছিলেন রতন টাটা। ২৫ মে থেকে ৯৯৭ একর কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছিল। তার নেতৃত্বে ছিল তদানীন্তন বিরোধী দল তৃণমূল।
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

সিঙ্গুরের ‘অনিচ্ছুক’ কৃষকদের জমি ফেরানোর দাবিতে ২৬ দিন (৩-২৮ ডিসেম্বর, ২০০৬) ধর্মতলার মোড়ে অনশন-অবস্থান করেছিলেন মমতা। সেই জায়গাতেই এবার ফলক বসানো হল। ধর্মতলায় যেখানে অনশন করেছিলেন সেই জায়গা চিহ্নিত করে এই ফলক বসিয়েছে কলকাতা পুরসভা।

আরও পড়ুন: শার্টের ‘কলারের’ পাশে এই ছোট্ট ‘বোতাম’ কেন থাকে জানেন…? চমকে যাবেন আসল কারণ শুনলেই!

advertisement

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, জোর করে জমি নেওয়ার বিরুদ্ধে আন্দোলন ছিল। তৃণমূল কংগ্রেস শিল্পের বিরোধিতা করেনি। আর এই আন্দোলনে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন সম্পর্কে মানুষের জানা উচিত। তাই সেই স্থানকে মনে করিয়ে ফলক দেওয়া হয়েছে। ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন ছিল মূলত সিঙ্গুর আন্দোলনের অংশ, যেখানে তিনি কৃষিজমি অধিগ্রহণের প্রতিবাদে ২০০৬ সালের ৩ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত টানা ২৬ দিন অনশন করেছিলেন।

advertisement

সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানার জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়েছিল। ৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর, ২০০৬ পর্যন্ত (২৬ দিন)। ধর্মতলার মেট্রো চ্যানেলের কাছে অনশন মঞ্চ তৈরি করা হয়েছিল। কৃষকদের কাছ থেকে জোর করে জমি অধিগ্রহণ বন্ধ করা এবং জমি ফেরত দেওয়া।

সেরা ভিডিও

আরও দেখুন
সীমান্ত এলাকার প্রাথমিক স্কুলে 'সততা স্টোর্স'! দোকানদার ছাড়াই চলে বেচাকেনা
আরও দেখুন

মেট্রো চ্যানেলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়েই এই ফলক বসানো হয়েছে। সেখানে উল্লেখ করা আছে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছিলেন এখানে। এর পরেও অবশ্য সিঙ্গুর আন্দোলন আরও তীব্র হয়। শেষমেশ সিঙ্গুরে টাটার গাড়ি কারখানা হয়নি ৷ সেই কারখানা চলে যায় গুজরাতের সানন্দে ৷

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Singur Movement: মমতা বন্দ্যোপাধ্যায়র সিঙ্গুর আন্দোলন, অনশনস্থল মেট্রো চ্যানেলে বসল 'ফলক'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল