আয়াপান, আমলকি, হরিতকি, বহেরা, স্নেক প্ল্যান্ট ইত্যাদি একাধিক রকম গাছের ব্যবহার ও উপকারিতা সহ পরিচর্যার পদ্ধতি শেখানো হয় হাতে কলমে। কলেজে আসা এক স্কুল পড়ুয়া সায়ন্তনী দাস জানান, “প্রায় ৫০০ প্রজাতির গাছ রয়েছে কলেজে। এই প্রথম এত পরিমাণ উপকার যোগ্য ঔষধি ও বিভিন্ন রকম ফল ফুলের গাছ দেখলাম। পাশাপাশি ল্যাবরেটরি পরীক্ষা ও প্রাকৃতিক চিকিৎসা সম্পর্কে পদ্ধতি শিখলাম। আগামীতে বাড়ির ছাদ বাগানে চাষ করার ইচ্ছে রয়েছে।
advertisement
আরও পড়ুন: প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেল অনাথ আশ্রমের স্কুল, খুশিতে ডগমগ পড়ুয়ারা! খুলে গেল নতুন স্বপ্নের দরজা
পাশাপাশি এলাকায় এই ঔষুধি গাছের উপকারিতা সম্পর্কে পরিবেশপ্রেমীদের সচেতন করব।” কলেজের অধ্যাপক ও বিশেষজ্ঞরা পড়ুয়াদের বিভিন্ন পরিচিত ও অচেনা ঔষধি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেন। মালদহ কলেজের সহকারী অধ্যাপক মিঠুন রায় জানান, “৯ দিন ব্যাপী বিভিন্ন স্কুলের ৫০০ জন পড়ুয়াদের উদ্ভিদবিদ্যা ও পরিবেশ বান্ধব সম্পর্ক ক্লাস নেওয়া হয়। কোন গাছ কোন রোগে ব্যবহৃত হয়। কীভাবে গাছের রোপণ ও পরিচর্যা করতে হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পাশাপাশি পরিবেশ রক্ষায় এই গাছগুলির ভূমিকা কি। ইত্যাদি একাধিক বিষয় নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় স্কুল পড়ুয়াদের।” এই ব্যতিক্রমী প্রশিক্ষণ শেষে পড়ুয়ারা নিজেদের এলাকায় ঔষধি গাছের চাষ ও তার উপকারিতা সম্পর্কে চাষি ও পরিবেশপ্রেমীদের অবগত করবেন বলে জানিয়েছেন। শিক্ষা ও সচেতনতার এই মিলিত উদ্যোগ আগামী দিনে পরিবেশবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে অভিমত অনেকের।





