স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিলাইমারি অঞ্চলে রয়েছে সাহানগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সমবায় ব্যাঙ্ক। যে ব্যাঙ্কের ম্যানেজার দায়িত্বে রয়েছেন স্থানীয় বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা মণ্ডলের ছেলে অমিত কুমার মণ্ডল এবং ক্যাশিয়ারের দায়িত্বে রয়েছেন প্রধানের ভাইপো প্রণব কুমার মণ্ডল।
advertisement
সঞ্চয়কারী গ্রাহক রাজকুমার মণ্ডলের অভিযোগ, “এলাকার গ্রাহকদের কষ্টার্জিত টাকা হাতিয়ে নিয়ে গত সাত মাস ধরে পলাতক অবস্থায় গা ঢাকা দিয়ে রয়েছে অমিত ও প্রণব। দীর্ঘদিন ধরেই ব্যাঙ্কে তালা ঝুলছে। গ্রাহকরা তাদের টাকা ফেরতের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও কোনও সুহারা হয়নি। কবে পাবেন টাকা, আদৌ পাবেন কিনা সেই ব্যাপারে কিছুই বুঝতে পারছেন না তাঁরা।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রাহকদের আরও অভিযোগ, “সব মিলিয়ে প্রায় চার কোটি টাকা তছরূপ করা হয়েছে। যা কার্যত মেনে নিয়েছেন সাহানগর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পলাতক ব্যাঙ্ক ম্যানেজার অমিত কুমার মণ্ডলের বাবা। যদিও তিনি এই গোটা ঘটনায় দায় চাপিয়েছেন তার ভাইপো তথা ব্যাঙ্কের ক্যাশিয়ার প্রণব কুমার মণ্ডলের ঘাড়ে।” এই বিষয়ে স্থানীয় বিধায়ক সমর মুখার্জি জানান, “প্রায় পাঁচ হাজার মানুষ প্রতারিত হয়েছেন। তিনি চান প্রতারিতরা তাঁদের টাকা ফেরত পান। এক্ষেত্রে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক।”






