মঙ্গলবার রাতে ধূপগুড়ি বিডিও অফিস সংলগ্ন রেললাইনে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বিডিও অফিস সংলগ্ন এলাকায় রেললাইনের পাশে আড্ডা দিচ্ছিল কয়েকজন যুবক। আচমকা তাঁরা চিৎকার শুনতে পায়। এরপর ছুটে গিয়ে দেখেন, এক যুবক রক্তাক্ত অবস্থায় রেললাইনের পাশে অন্ধকারে পড়ে রয়েছেন।
আরও পড়ুনঃ স্কুলে যাওয়ার নাম করে দিঘা! ৩ দিনের মধ্যে দুই নাবালককে উদ্ধার করল পুলিশ, খুশি পরিবার
advertisement
সেই দৃশ্য দেখে আহত যুবককে ধরে আলোয় নিয়ে আসা হয়। সেই সঙ্গেই রেল পুলিশ, দমকল এবং ধূপগুড়ি থানায় খবর দেওয়া হয়। তড়িঘড়ি ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতলে নিয়ে যায়। পরবর্তীতে হাসপাতালে পৌঁছন আরপিএফ আধিকারিকরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রেল সূত্রে খবর, জখম যুবকের নাম মিনারুল শেখ। তাঁর বাড়ি অসমের সাইরাঙ। সম্ভবত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে ওই যুবক অসম যাচ্ছিলেন। কোনও কারণে ট্রেন থেকে পড়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।






