TRENDING:

Jalpaiguri News: মানবিকতা একেই বলে! ধূপগুড়ির একদল যুবকের অনুপ্রাণিত করার মতো কাজ, সবটা জানলে কুর্নিশ জানাবেন

Last Updated:

Jalpaiguri News: মানবিকতার নয়া নজির স্থাপন করেছেন ওই যুবকেরা। মঙ্গলবার রাতে ধূপগুড়িতে কী হয়েছে জানুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ রাস্তার পাশে বসে গল্প করছিলেন কিছু যুবক। হঠাৎ কানে আসে দূর থেকে ভেসে আসা গোঙানির আওয়াজ। এগিয়ে গেলে দেখতে পান, এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। চিৎকার শুনে স্থানীয় যুবকরা ছুটে গিয়ে আহত যুবককে উদ্ধার করেন।
আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে
আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে
advertisement

মঙ্গলবার রাতে ধূপগুড়ি বিডিও অফিস সংলগ্ন রেললাইনে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বিডিও অফিস সংলগ্ন এলাকায় রেললাইনের পাশে আড্ডা দিচ্ছিল কয়েকজন যুবক। আচমকা তাঁরা চিৎকার শুনতে পায়। এরপর ছুটে গিয়ে দেখেন, এক যুবক রক্তাক্ত অবস্থায় রেললাইনের পাশে অন্ধকারে পড়ে রয়েছেন।

আরও পড়ুনঃ স্কুলে যাওয়ার নাম করে দিঘা! ৩ দিনের মধ্যে দুই নাবালককে উদ্ধার করল পুলিশ, খুশি পরিবার

advertisement

সেই দৃশ্য দেখে আহত যুবককে ধরে আলোয় নিয়ে আসা হয়। সেই সঙ্গেই রেল পুলিশ, দমকল এবং ধূপগুড়ি থানায় খবর দেওয়া হয়। তড়িঘড়ি ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতলে নিয়ে যায়। পরবর্তীতে হাসপাতালে পৌঁছন আরপিএফ আধিকারিকরা।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আধুনিকতার চাকচিক্যেও বজায় থাক পুরনো ঐতিহ্য! ডিজিটাল যুগেও অটুট দলিল লেখকের রেডিও-প্রেম
আরও দেখুন

রেল সূত্রে খবর, জখম যুবকের নাম মিনারুল শেখ। তাঁর বাড়ি অসমের সাইরাঙ। সম্ভবত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে ওই যুবক অসম যাচ্ছিলেন। কোনও কারণে ট্রেন থেকে পড়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: মানবিকতা একেই বলে! ধূপগুড়ির একদল যুবকের অনুপ্রাণিত করার মতো কাজ, সবটা জানলে কুর্নিশ জানাবেন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল