এই অভিযানটি ৩৫ জন টিকিট পরীক্ষক (টিটিই) এবং ২ জন রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) সদস্য সমন্বিত একটি সমন্বিত দল দ্বারা পরিচালিত হয়েছিল, যা স্টেশনের সর্বত্র কার্যকর পর্যবেক্ষণ এবং নিয়ম প্রয়োগ নিশ্চিত করেছে।
advertisement
অভিযান চলাকালীন, মোট ৪৪৬টি টিকিট সংক্রান্ত অনিয়মের ঘটনা ধরা পড়ে। এর মধ্যে ছিল ৩২৭টি টিকিটবিহীন ভ্রমণের ঘটনা, ৮৮টি টিকিট ছাড়া মালপত্র বহনের ঘটনা এবং ৩১টি স্টেশন চত্বরে আবর্জনা ফেলার ঘটনা। রেলের প্রচলিত নিয়ম অনুযায়ী সকল অপরাধীকে জরিমানা করা হয়েছে, যা রেল চত্বরে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং ন্যায্যতা বজায় রাখার গুরুত্বকে তুলে ধরে।
এই প্রয়োগমূলক উদ্যোগটি রাজস্ব ফাঁকি রোধ, যাত্রীদের দায়িত্বশীল আচরণকে উৎসাহিত করা এবং একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সুশৃঙ্খল স্টেশন পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে হাওড়া ডিভিশনের অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন।
পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশন সকল যাত্রীদের যথাযথ ও বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করতে, সঠিকভাবে বুক করা মালপত্র বহন করতে এবং কোনও অসুবিধা ও জরিমানা এড়াতে রেলের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছে। যাত্রীদের নির্বিঘ্ন, সুবিধাজনক এবং ঝামেলামুক্ত অনলাইন টিকিটিংয়ের জন্য রেলওয়ান অ্যাপ (RailOne App) ব্যবহার করার পরামর্শও দেওয়া হচ্ছে। নিরাপদ, সুশৃঙ্খল এবং যাত্রী-বান্ধব রেল ভ্রমণের স্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলতে থাকবে।
পূর্ব রেলের আধিকারিকরা জানাচ্ছেন হাওড়া স্টেশন ব্যবহারকারীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই অবস্থায় বিনা টিকিটের যাত্রী বাড়ছে। তাই লাগাতার টিকিট চেকিং অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
