পটাশপুর, ভগবানপুর ও এগরা থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। পটাশপুর, ভগবানপুর এবং এগরা থানার পুলিশ সাইবার সেলের সহযোগিতায় নিঁখোজ মোবাইলগুলি ট্র্যাক করে উদ্ধার করা হয়।
advertisement
জেলা পুলিশের এক বিশেষ কর্মসূচির মাধ্যমে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে স্বয়ং গ্রাহকদের হাতে ফোনগুলি তুলে দেন। দীর্ঘদিন পর নিজেদের শখের ও প্রয়োজনীয় ফোন ফিরে পেয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন গ্রাহকরা। তারা জেলা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।
পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, সাধারণ মানুষের হারানো সম্পদ ফিরিয়ে দেওয়া পুলিশের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। প্রযুক্তি ব্যবহার করে এই উদ্ধার কাজ সম্ভব হয়েছে এবং আগামী দিনেও পুলিশের এই পরিষেবা অব্যাহত থাকবে। তবে রাস্তাঘাটে ফোন ব্যবহার এবং সেটিকে সামলে রাখার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা।
