TRENDING:

East Medinipur News: প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেল অনাথ আশ্রমের স্কুল, খুশিতে ডগমগ পড়ুয়ারা! খুলে গেল নতুন স্বপ্নের দরজা

Last Updated:

East Medinipur News: পাঁউশি অন্ত‍্যোদয় অনাথ আশ্রমে চালু হল স্মার্ট ক্লাসরুম, এবার অডিও ভিজুয়ালের মাধ্যমে শিখবে খুদে পড়ুয়ারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভগবানপুর, মদন মাইতি: নীরবতা ভেঙে ভেসে আসছে শিশুদের হাসি। ক্লাসরুমের দেওয়াল জুড়ে রঙিন ছবি। সামনে স্মার্ট টিভি। চোখ জুড়িয়ে দেখছে ক্ষুদে পড়ুয়ারা। বইয়ের পাতার বাইরে এসে পড়াশোনা যেন এক নতুন আনন্দ। অডিও ভিজুয়ালের মাধ্যমে পাঠ গ্রহণ করছে তারা। শেখার এই নতুন পরিবেশে প্রথম দিন থেকেই উচ্ছ্বাসে ফেটে পড়েছে শিশুরা। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের পাঁউশি অন্ত‍্যোদয় অনাথ আশ্রমে চালু হয়েছে আধুনিক ডিজিটাল ক্লাসরুম।
advertisement

এই অনাথ আশ্রমের অধীনে পরিচালিত হয় পাঁউশি খগেন্দ্র শিশু শিক্ষা কেন্দ্র। এই শিক্ষা কেন্দ্রে বর্তমানে প্রায় ২৬০ জন শিশু পড়াশোনা করে। অনাথ আশ্রমের ছেলে-মেয়েদের পাশাপাশি আশপাশের গ্রামের শিশুরাও এখানে পড়াশোনা করে। এতদিন চিরাচরিত পদ্ধতিতে পড়াশোনা চলত। খাতা-কলম আর ব্ল্যাকবোর্ডই ছিল ভরসা। এবার সেই ছবিটাই বদলে গেল। শুরু হল ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পড়াশোনা। পড়ুয়ারা আগ্রহের সঙ্গে চোখের সামনে ছবি দেখে শিখছে সবটা।

advertisement

আরও পড়ুন: সরকারি দফতরে উলটপুরাণ, বিডিও’র অফিসে ঢুকতে লাগে না অনুমতি! ‘এই’ সাইনবোর্ড দেখে খুশিতে গদগদ মানুষ

ডিজিটাল ক্লাসরুমে বসানো হয়েছে স্মার্ট টিভি। রয়েছে ইন্টারনেটের ব্যবস্থা। রয়েছে ল্যাপটপ ও কম্পিউটার। ক্লাসঘরের দেওয়ালে আঁকা হয়েছে নানা রকমের রঙিন চিত্র। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি আকর্ষণ আঁকা হয়েছে। ছবি শিশুদের মন টানতেই এই সাজ। অডিও ভিজুয়ালের মাধ্যমে পড়ানো হচ্ছে বিভিন্ন বিষয়। ভিডিও, ছবি ও অ্যানিমেশনের সাহায্যে পাঠ বোঝানো হচ্ছে। ফলে পড়াশোনা আরও সহজ হয়ে উঠছে। শিশুরাও আনন্দের সন্দে শিখছে সবটা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
‘২৬’কে কেন্দ্র করে সরস্বতী পুজো! মালদহের উচ্চতম বাগদেবী, দেখুন মাথা উঁচু করে
আরও দেখুন

এই ডিজিটাল শিক্ষার আলো পৌঁছে দিতে পাশে দাঁড়িয়েছে হলদিয়া পেট্রো কেমিক্যালস লিমিটেড। তাদের সহায়তাতেই এই আধুনিক ক্লাসরুম গড়ে উঠেছে অনাথ আশ্রম পরিচালিত স্কুলে। শিক্ষাবিদদের মতে, ডিজিটাল পদ্ধতিতে পড়াশোনা করলে পড়ুয়াদের মনোযোগ বাড়ে। বিষয় বুঝতে সুবিধা হয়। শেখার প্রতি আগ্রহও বৃদ্ধি পায়। শিশুদের জন্য এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল ক্লাসরুম পেয়ে খুশি খুদে পড়ুয়ার।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেল অনাথ আশ্রমের স্কুল, খুশিতে ডগমগ পড়ুয়ারা! খুলে গেল নতুন স্বপ্নের দরজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল