TRENDING:

East Medinipur News: হিমঘরে সংরক্ষিত ভালবাসার 'প্রতীক'! তাজা গোলাপের সুগন্ধে ভরে উঠুক কপোত-কপোতীর ভ্যালেন্টাইন্স ডে

Last Updated:

East Medinipur Rose Farming: ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে গোলাপ সংরক্ষণের কাজ শুরু হয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। পাঁশকুড়ার নারান্দা এলাকায় চালু হচ্ছে সরকারি হিমঘর। এবার অল্প খরচে গোপাল সংরক্ষণ করতে পারবেন চাষিরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: আসছে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে আর গোলাপ একে অপরের পরিপূরক। কারণ গোলাপ হল ভালবাসার প্রতীক। তাই গোলাপ ছাড়া প্রেম দিবস ভাবাই যায় না। রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা গোলাপ উৎপাদনের অন্যতম ক্ষেত্র। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার গোলাপ চাষিরা গোলাপ চাষ করেন। প্রতিবছর এই সময় গোলাপ ফুটিয়ে তুললেও তা বিক্রি করে সেভাবে লাভ পেতেন না।
advertisement

কারণ গোলাপের সংরক্ষণ করা যেত না ঠিকমত। কিন্তু এবার সেই চিন্তা নেই। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে গোলাপ সংরক্ষণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জেলায়। পাঁশকুড়ার নারান্দা এলাকায় চালু হচ্ছে সরকারি হিমঘর। ভালবাসা দিবসের আগে খুশির হাওয়া গোলাপ চাষিদের মনে।

আরও পড়ুনঃ শহরের যানজট মুক্তিতে একাধিক প্রকল্প! শিলিগুড়ির পরিকাঠামো ঢেলে সাজাতে তৎপর পুরনিগম, কী জানালেন মেয়র গৌতম দেব?

advertisement

সাধারণত ভ্যালেন্টাইন্স ডে-এর দিন চড়া দামে বিক্রি হয় গোলাপ। খোলা বাজারে এক একটি গোলাপ ১০ থেকে ১৫ টাকা দামে বিক্রি হয় ওই দিন। কিন্তু এই দাম পেত না ফুল চাষিরা। কারণ আগে থেকে গোলাপ সংরক্ষণের কোনও সুযোগ ছিল না পূর্ব মেদিনীপুর জেলায়। কিন্তু চলতি বছর সেই সুযোগ রয়েছে ফুল চাষিদের কাছে। কারণ সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলায় একমাত্র ফুল রাখার হিমঘর চালু হয়েছে। ফলে গোলাপ সংরক্ষণ করতে এখন থেকেই চাষিদের মধ্যে হুড়োহুড়ি লেগেছে। এখন থেকে গোলাপ সংরক্ষণ চাষিদের বাড়তি লাভ দেবে বলেই আশা করছেন চাষিরা।

advertisement

View More

আরও পড়ুনঃ মাঘী পূর্ণিমার স্নানের আগেই গঙ্গাসাগরে অঘটন! কপিলমুনির আশ্রম দর্শন সেরে ফেরার পথে দুর্ঘটনা! গুরুতর আহত ৫ পুণ্যার্থী

এ বিষয়ে এক গোলাপ ফুল চাষি জানিয়েছেন, “মাত্র ৫০ টাকার বিনিময়ে ৫০০ ফুলের প্যাকেট রাখা যাচ্ছে সরকারি হিমঘরে। এতদিন বেসরকারি বহুমুখী হিমঘরে গোলাপ সংরক্ষণ করা হত। তাতে সংরক্ষণের খরচ যেমন বেশি তেমনই গোলাপের মান ভাল থাকত না। কিন্তু সরকারি এই হিমঘর চালু হওয়ায় কম খরচে গোলাপ ফুল রাখা যাচ্ছে। এমনকি তার মান থাকছে। জেলা প্রশাসনের এই হিমঘর পাঁশকুড়া ও কোলাঘাট এলাকার গোলাপ চাষিদের ভ্যালেন্টাইন্স ডের আগে গোলাপ সংরক্ষণের সুযোগ দিয়ে মুখে হাসি ফিরিয়েছে।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ফুল বাজার ও হিমঘর থেকে জানা যায় ইতিমধ্যে হিমঘরের তিনটি প্রকোষ্ঠে প্রায় ভরে উঠেছে গোলাপ। আগামী কয়েকদিনের মধ্যে আরও গোলাপ সংরক্ষণ হবে। অন্যান্য বছর গোলাপ চাষিদের গোলাপ সংরক্ষণে সমস্যায় পড়তে হত। কিন্তু এবার সরকারি হিমঘর চালু হওয়ায় গোলাপ সংরক্ষণের কাজ শুরু হয়েছে। জেলাজুড়ে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১০০-য় ১০০, ইংরেজিতে ফুল মার্কস সম্ভব! মাধ্যমিকের আগে পড়ুয়াদের জন্য লাস্ট মিনিট সাজেশন
আরও দেখুন

পাঁশকুড়া ও কোলাঘাটের গোলাপ ফুল চাষিরা সারা বছর গোলাপ চাষ করলেও বছরের এই সময়টার জন্য মুখিয়ে থাকেন। কারণ এই সময় চড়া দামে গোলাপ বিক্রি হয়। এতদিন গোলাপ সংরক্ষণের সুযোগ ছিল না পূর্ব মেদিনীপুর জেলায়। পাঁশকুড়ার নারান্দা এলাকায় সরকারি হিমঘর সেই অভাব পূরণ করেছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: হিমঘরে সংরক্ষিত ভালবাসার 'প্রতীক'! তাজা গোলাপের সুগন্ধে ভরে উঠুক কপোত-কপোতীর ভ্যালেন্টাইন্স ডে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল