Siliguri News: শহরের যানজট মুক্তিতে একাধিক প্রকল্প! শিলিগুড়ির পরিকাঠামো ঢেলে সাজাতে তৎপর পুরনিগম, কী জানালেন মেয়র গৌতম দেব?
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Siliguri News: শিলিগুড়ির দীর্ঘদিনের যানজট সমস্যা ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে এবার স্পষ্ট রূপরেখা সামনে আনল পুরনিগম। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ট্রাফিক করিডরগুলিকে নতুন করে ঢেলে সাজাতে একাধিক প্রকল্প একসঙ্গে শুরু হতে চলেছে।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শিলিগুড়ি শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে এবার স্পষ্ট রূপরেখা সামনে আনল পুরনিগম। এক সাংবাদিক বৈঠকে মেয়র গৌতম দেব জানালেন, শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ট্রাফিক করিডরগুলিকে নতুন করে ঢেলে সাজাতে একাধিক প্রকল্প একসঙ্গে শুরু হতে চলেছে।
মেয়রের বক্তব্য অনুযায়ী, শহরের অন্যতম সমস্যা হিসেবে চিহ্নিত নিবেদিতা রোডের বটলনেক কাটাতে ৩০ তারিখ থেকেই কাজ শুরু হবে। ইতিমধ্যেই ইউটিলিটি শিফটিংয়ের জন্য প্রয়োজনীয় অর্থ পুরনিগমের তরফে মেটানো হয়েছে। একই সঙ্গে গুরুমস্তি থেকে নিবেদিতা রোড, পঞ্চায়েত এলাকা ও সন্তোষী নগর সংলগ্ন অংশে পিডব্লিউডির কাজ একযোগে শুরু হওয়ার কথা জানানো হয়েছে, যাতে কাজের গতি বাড়ে।
advertisement
আরও পড়ুনঃ নিঃসঙ্গ প্রবীণ নাগরিকরা পেলেন নতুন ‘সন্তান’! যেকোনও বিপদে এক ফোনে ছুটে আসবে পুলিশ, বয়স্কদের দেওয়া হল বিশেষ আইডি কার্ড
বর্ধমান রোডের কাজ প্রসঙ্গে মেয়র জানান, পিডব্লিউডির অংশ প্রায় শেষের পথে থাকলেও রেলের কাজ এখনও সম্পূর্ণ না হওয়ায় পুরো প্রকল্প শেষ হতে সময় লাগবে। সবকিছু ঠিকঠাক চললে মার্চের শেষ কিংবা এপ্রিলের মধ্যেই কাজ শেষ হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে নির্বাচনের আগে ব্রিজ চালু হওয়ার সম্ভাবনা কম বলেও ইঙ্গিত দেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্বামীর বাইরে থাকার সুযোগে পরকীয়ায় মাতলেন গৃহবধূ! রাতভর চলল প্রেম, সকাল হতেই যা সর্বনাশ হল
যানজট কমাতে ইতিমধ্যেই শহরে ভারী গাড়ি ও ডাম্পারের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি পণ্যবাহী গাড়ির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে ব্যস্ত সময়ে শহরের রাস্তায় চাপ কমে। ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে এসএফ রোডের মেমোরিয়াল সংলগ্ন ওভারহেড তার আন্ডারগ্রাউন্ড কেবল করার কাজও শুরু হবে, যার জন্য প্রায় ১৭ লক্ষ টাকা ব্যয় করবে পুরনিগম।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভবিষ্যতের কথা মাথায় রেখে শহরের বাইরে গাড়ি পার্কিংয়ের জন্য প্রায় ২ কোটি টাকার একটি প্রকল্পের পরিকল্পনাও তুলে ধরেন মেয়র। পাশাপাশি ক্যাটেল ফিড এলাকায় পিপিপি মডেলে একটি আধুনিক বাস টার্মিনাস গড়ে তোলার প্রস্তাব রয়েছে, যা কার্যকর হলে শহরের যান চলাচল ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন পুরনিগম কর্তৃপক্ষ।
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
Jan 28, 2026 2:27 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Siliguri News: শহরের যানজট মুক্তিতে একাধিক প্রকল্প! শিলিগুড়ির পরিকাঠামো ঢেলে সাজাতে তৎপর পুরনিগম, কী জানালেন মেয়র গৌতম দেব?








