Sagar Accident: মাঘী পূর্ণিমার স্নানের আগেই গঙ্গাসাগরে অঘটন! কপিলমুনির আশ্রম দর্শন সেরে ফেরার পথে দুর্ঘটনা! গুরুতর আহত ৫ পুণ্যার্থী

Last Updated:

South 24 Parganas Sagar Accident: গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম দর্শন সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পুণ্যার্থী বোঝাই গাড়ি। এই ঘটনায় অন্তত ৫ জন পুণ্যার্থী গুরুতর আহত হয়েছেন।

গঙ্গাসাগরে থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পুণ্যার্থী বোঝাই গাড়ি
গঙ্গাসাগরে থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পুণ্যার্থী বোঝাই গাড়ি
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম দর্শন সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন পুণ্যার্থীরা। সাগর থেকে কচুবেড়িয়া ভেসেল ঘাটের দিকে যাওয়ার পথে সূর্যবৃন্দা মোড়ের কাছে একটি যাত্রীবোঝাই ম্যাজিক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় অন্তত ৫ জন পুণ্যার্থী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্রুত গতিতে থাকা গাড়িটির সামনে আচমকাই একটি শিশু সাইকেল নিয়ে চলে আসে। শিশুটিকে বাঁচাতে গিয়ে চালক সজোরে ব্রেক কষলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ উদ্ধারকাজে হাত লাগান।
আরও পড়ুনঃ স্বামীর বাইরে থাকার সুযোগে পরকীয়ায় মাতলেন গৃহবধূ! রাতভর চলল প্রেম, সকাল হতেই যা সর্বনাশ হল
পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনাস্থলে সাগর কোস্টাল থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নিঃসঙ্গ প্রবীণ নাগরিকরা পেলেন নতুন ‘সন্তান’! যেকোনও বিপদে এক ফোনে ছুটে আসবে পুলিশ, বয়স্কদের দেওয়া হল বিশেষ আইডি কার্ড
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই মোড়ে কোনও স্পিড ব্রেকার না থাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে। বড়সড় বিপদ এড়াতে অবিলম্বে সেখানে স্পিড ব্রেকার বসানোর দাবি জানিয়েছেন তারা। এদিকে মাঘ মেলার জন্য সাগরে ভিড় বাড়ছে। পরবর্তীতে এই ঘটনা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখার দাবি তুলেছেন সকলে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মাঘী পূর্ণিমার স্নান রয়েছে ১ ফেব্রুয়ারি। ফলে এখন থেকেই প্রচুর পূণ্যার্থী যাচ্ছেন সাগরে। এই ধরনের ঘটনা ঘটলে বড় বিপদ ঘটতে পারে যে কোনও সময় এমন কথা জানিয়েছেন স্থানীয়রা। ফলে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা খুবই জরুরি হয়ে পড়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sagar Accident: মাঘী পূর্ণিমার স্নানের আগেই গঙ্গাসাগরে অঘটন! কপিলমুনির আশ্রম দর্শন সেরে ফেরার পথে দুর্ঘটনা! গুরুতর আহত ৫ পুণ্যার্থী