বর্ধমান শহরের খোসবাগানের জাতীয় সংঘের মাঠে হাজারও গাছের সম্ভার। প্রায় ২২০০-টিও বেশি বিভিন্ন ধরণের গাছ নিয়ে এসেছেন গাছ গ্রুপের সদস্যরা। বিভিন্ন ধরণের ক্যাকটাস, ফল ও ফুলের গাছ ছাড়াও রয়েছে বিরল প্রকৃতির বিভিন্ন গাছ। আনা হয়েছে বিভিন্ন ভেষজ গাছও। যা দেখতে ছুটে আসছেন গাছ প্রেমী মানুষেরা। ভবিষ্যৎ প্রজন্মকে সবুজমুখী করে তুলতেই এই বিশেষ উদ্যোগ। গাছ গ্রুপের সদস্যরা তাদের নিজেদের বিভিন্ন গাছ নিয়ে হাজির হয়েছেন এখানে।
advertisement
আর তার টানেই শুধু পূর্ব বর্ধমান জেলা নয়, বিভিন্ন জেলা থেকেও ছুটে আসছেন গাছ-প্রেমীরা। উদ্যোক্তা গাছ মাস্টার অরূপ চৌধুরী বলেন, ২ বছর অন্তর আমরা এই রূপ কর্মকাণ্ডের আয়োজন করে থাকি। এবছর প্রায় ২২০০ গাছ নিয়ে আসা হয়েছে। পাহাড় থেকে সমতলে ভূমির নানান গাছ, যা গাছ প্রেমী মানুষেরা বাড়িতে পরিচর্যা করেন সেই গাছ এখানে আনা হয়েছে। ২০২৪ সালে প্রথম গাছ গ্রুপ শুরু হয়। তখন থেকেই গাছপ্রেমী মানুষরা তাদের বাড়িতে চরম উদ্যোগ নিয়ে গাছ তৈরি করছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়াও নানান ইন্ডোর গাছও রয়েছে। এইসব গাছ দেখে আরও মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। এ অভিনব উদ্যোগের প্রধান উদ্দেশ্যই হল যান্ত্রিকতার যুগে মানুষকে প্রকৃতির কাছাকাছি ফিরিয়ে আনা। বিশেষ করে খুদে পড়ুয়া ও নতুন প্রজন্মের কাছে গাছের প্রয়োজনীয়তা তুলে ধরতে হাতে-কলমে পরিচর্যার পাঠ দেওয়া। এই উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে যদি সকলে একটি করেও গাছ লাগান এবং তার পরিচর্যা করেন, তাহলে ভবিষ্যতে আমাদের পরিবেশ আরও সুন্দর হয়ে উঠবে।





