পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাইট পেট্রোলিংয়ের জন্য একটি পুলিশ ভ্যান ১৯ নং জাতীয় সড়কের কলকাতামুখী লেনে দাঁড়িয়ে ছিল। দুর্গাপুরের দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ ভ্যানটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গাড়িতে থাকা একজন এএসআই-সহ একজন হোমগার্ড ও পুলিশ ভ্যানের চালক আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।
advertisement
সেখানেই চিকিৎসক হোমগার্ড ত্রিদিব দেকে মৃত বলে ঘোষনা করেন। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা পর ছেড়ে দেওয়া হয়। ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে বর্ধমান থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শী এমডি সামসের হোসেন বলেন, ‘একটি বাস দ্রুত গতিতে আসছিল, সেই সময় সার্ভিস লেনে পুলিশের একটি ভ্যান দাঁড়িয়েছিল। হঠাৎই বাসটি এসে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ ভ্যানটিকে ধাক্কা মারে। সম্ভবত বাস চালকের চোখ লেগে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। কারণ অনেক চালাকই দীর্ঘদিন রাতে না ঘুমিয়ে গাড়ি চালান ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে।’
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, ‘নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করেই পুলিশ ভ্যানটির পিছনে ধাক্কা মারে বাসটি। সেই সময় গাড়ির ভিতরে একজন ছিলেন বাকিরা বাইরে ছিলেন। যিনি গাড়ির ভিতরে ছিলেন তিনি গুরুতর আহত হন। আমরা সবাই মিলে আহতদের উদ্ধার করি এবং অ্যাম্বুল্যান্সে ফোন করি। অ্যাম্বুল্যান্স আসার আগেই অন্য একটা ভ্যান এসেছিল তাতে করেই সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকালে জানতে পারলাম উনি মারা গিয়েছেন।’






