দীর্ঘ মেয়াদী ব্রিজ সংস্করণ কাজ জারি রয়েছে। সেই কাজেরই অঙ্গ হিসাবে এ দিন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে এমনই বিজ্ঞপ্তি পুলিশের। বিদ্যাসাগর সেতুর তারের এবং বিয়ারিং ইত্যাদি প্রতিস্থাপন-সহ নানা কাজের কারণে যান চলাচল বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে।
১৭ জানুয়ারি থেকে ৩ রাশির জীবনে আসছে অর্থ, সাফল্য ও খ্যাতির যোগ! আপনিও কি আছেন তালিকায়?
advertisement
সকাল থেকে প্রায় ৮ ঘণ্টা ব্রিজ মেরামতি কাজ চলবে। সেই সময় হাওড়া থেকে কলকাতা, একই ভাবে কলকাতা থেকে হাওড়া বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু হয়ে যান চলাচল নির্দিষ্ট সময় নিষেধাজ্ঞা থাকছে।
এইচআরবিসিস সংস্থা সেতুর রক্ষণাবেক্ষণ কাজের জন্য যান চলাচল বন্ধ থাকবে। বিদ্যাসাগর সেতুর কেবল এবং বিয়ারিং মেরামতির কারণে রবিবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ যান চলাচল। এমনটাই জানানো হয়েছে, কলকাতা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের তরফে। মেদনীপুর ও হুগলি বর্ধমান সহ বিভিন্ন জেলা থেকে আসা যানবাহন, এই নির্দিষ্ট সময়ে হাওড়া হয়ে দ্বিতীয় সেতু ব্যবহার করে কলকাতা যেতে পারবে না। দ্বিতীয় সেতুর পরিবর্তে, নিবেদিতা সেতু এবং রবীন্দ্র সেতু ব্যবহার করে যাতায়াত করতে পারবে যানবাহন গুলি।
