ঘটনাস্থলে আমডাঙ্গা থানার পুলিশ। নিখোঁজ থাকার পর রক্তাক্ত দেহ উদ্ধার কি কারনে খুন এখনও স্পষ্ট নয়৷
রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক হোক বা অন্য ব্যাঙ্ক সাধারণ চুরি -ডাকাতির কারণে অনেক সময়েই আক্রমণের শিকার হন কর্মীরা৷ যেরকম হয়েছিল এই মাসেরই শুরুর দিকে পিংলায়৷ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জানলা ভেঙে ডাকাতির চেষ্টা। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের পিংলা বাজারে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার ভোররাতে এই ঘটনা ঘটে বলে অনুমান পুলিশের। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে পিংলা থানার পুলিশ। জানা যাচ্ছে, পিংলা বাজারের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জানলার রড ভেঙে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। এহেন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকালে বিষয়টি অনেকের নজরে পড়তেই পিংলা থানায় খবর দেওয়া হয়। পিংলা থানার পুলিশ ও এসডিপিও ডেবরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন।
advertisement
পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটিতে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। তবে তা বিফল হয়েছে। শুধু ব্যাঙ্কের একটি হার্ডডিস্ক নিয়ে পালিয়েছে ডাকাতদল। ডাকাতি করতে পারেনি বলেই হয়তো তথ্য প্রমাণ নষ্টের জন্য তাঁরা হার্ডডিস্কটি নিয়ে চম্পট দিয়েছে বলে অনুমান করা হচ্ছে।
Jairul Alam
