এই প্রসঙ্গে তিনি বলেন, “এই সিঙ্গুরে আপনারা জানেন যারা জমি হারিয়েছিল তারা আজও মাসে মাসে টাকা পায়। এখানে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়া হয়েছে। ২৮ টি প্লটের মধ্যে ২৫ টি প্লট বুক হয়ে গেছে। কৃষি জমি দখল করে নয়। এখানে আমাজন, ফ্লিপকার্ট মতো সংস্থা ওয়্যার হাউস করবে। ১০০ দিনের কাজ চলছে, এবং তা চলবে সম্পূর্ণ বাংলার টাকায়।”
advertisement
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “যারা জমি হারিয়েছিল তাঁরা এখনও এই সিঙ্গুরে আজও মানুষ টাকা পায়। যারা জমি হারিয়েছিল। খাদ্যসাথী পায়। ট্রমা কেয়ার সেন্টার হয়েছে। এখানে অ্যাগ্রো ইন্ড্রাস্ট্রি পার্ক করছে। ২৮ প্লটের মধ্যে ২৫ প্লট কাজ হয়ে গেছে। এছাড়া ওয়্যার হাউসে হচ্ছে। সেখানেও কর্মসংস্থান হবে হাজার।”
এদিনের বক্তব্যে শুরু থেকে শেষ বিজেপিকে একাধিক ইস্যুতে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, “আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। প্রাইভেট কোম্পানির লোক বসে আছে। ভুলেও তাতে হাত দেবেন না, ফাঁসিয়ে দেবে। ভোটের আগে বিহারে বলেছে ১০ হাজার টাকা দেবে। দিয়েছে কী? মনে রাখবেন, চিন্তা করে শরীর খারাপ করবেন না। আত্মহত্যা করবেন না। এটা বাংলা। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না।”
