ধান ভর্তি করে রায়দিঘি জেটির দিকে আসছিল দুর্ঘটনাগ্রস্ত নৌকাটি। সেখান থেকে ধান বিক্রি করা হত। তবে নদীতেই সেটি উল্টে যাওয়ায় এখন নৌকা সোজা করে তোলার চেষ্টা করা হচ্ছে। তবে ধান নদীতে পড়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে গিয়েছে। ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকার।
advertisement
নৌকাটি উল্টে যাওয়ার সময় তাতে থাকা অন্যান্য কর্মীরা লাফিয়ে পড়ে প্রাণে বাঁচেন। উল্টে যাওয়া নৌকাটি ভারবহন ক্ষমতার বেশি ধান বহন করছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই এলাকা থেকে নৌকায় করে রায়দিঘিতে ধান নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর অনেকেই এভাবে ধান নিয়ে যেতে চাইছেন না।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, এই এলাকায় একটি ব্রিজ রয়েছে সেই ব্রিজ দিয়ে সরাসরি বাজারে নিয়ে যাওয়া যায়। কিন্তু তাতে খরচ অনেকটাই বেশি হয়। নৌকায় করে নিয়ে গেলে সেই খরচ অনেকটাই কমে, সেই সঙ্গেই সময়ও বাঁচে। তবে এই ঘটনার পর আতঙ্কিত বোট মালিকরা। তাঁরা জানিয়েছেন, অনেকসময় নৌকার ভার বেশি হয়ে গেলে এই সমস্যা হয়। মালিক ও বিক্রেতা দু-পক্ষকেই সঠিক ওজন নিয়ে আলোচনা করতে হবে বলে জানিয়েছেন তাঁরা।






