TRENDING:

Belgharia Flyover Closed: অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলঘরিয়া রেল ফ্লাইওভার ব্রিজ! বিকল্প কোন রাস্তায় চলবে গাড়ি? কবে খুলতে পারে? জানুন বিস্তারিত

Last Updated:

Belgharia Flyover Closed: ফ্লাইওভার বন্ধ থাকাকালীন বিকল্প রাস্তা হিসেবে ৮ ও ২ নম্বর রেলগেট ব্যবহার করে যান চলাচল চালু রাখা হবে। বিটি রোডের দিক থেকে নিমতার দিকে যাওয়া যানবাহন রথতলা মোড় থেকে নীলগঞ্জ রোড হয়ে সিন্ধু স্টোর মোড়, ৪ নম্বর রেলগেট পার করে এন বাসুদেব রোড ধরে বিরাটি কালচার মোড়ে এমবি রোডে উঠতে পারবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলঘরিয়া, রুদ্র নারায়ণ রায়: সংস্কারের কারণে ১৭ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে বেলঘরিয়া রেল ফ্লাইওভার! ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। জানা গিয়েছে, এদিন রাত ১২টা থেকেই ফ্লাইওভারে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। সংস্কারের কাজ শেষ হতে আনুমানিক তিন-চার মাস সময় লাগতে পারে। উত্তর শহরতলীর গুরুত্বপূর্ণ এই উড়ালপুলটি বিটি রোড থেকে এমবি রোড হয়ে নিমতা মোড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ রক্ষা করে। একইসঙ্গে এই পথ ধরেই সরাসরি বিরাটির দিকেও যাতায়াত করা যায়। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই ফ্লাইওভার ব্যবহার করেন।
বেলঘরিয়ার রেল ফ্লাইওভার
বেলঘরিয়ার রেল ফ্লাইওভার
advertisement

তবে গত কয়েক বছরে ফ্লাইওভারের অবস্থা ক্রমশ বেহাল হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের তরফে একাধিকবার সংস্কারের দাবি উঠেছিল। বিশেষ করে পণ্যবাহী গাড়ি চলাচলের সময় উড়ালপুল কেঁপে ওঠার অভিযোগ ছিল। প্রসঙ্গত, ইতিমধ্যেই উত্তর শহরতলির সোদপুর উড়ালপুলে সংস্কারের কাজ শুরু হয়েছে। সেখানে আপাতত একমুখী যান চলাচল চালু থাকলেও শনি ও রবিবার সম্পূর্ণভাবে বন্ধ রাখা হচ্ছে। তার মধ্যেই বেলঘরিয়া উড়ালপুল বন্ধের খবরে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলেই আশঙ্কা।

advertisement

আরও পড়ুনঃ নামি বেসরকারি স্কুলে শিক্ষক, হোস্টেল ওয়ার্ডেন নিয়োগ, আকর্ষণীয় বেতন! ২০ জানুয়ারির মধ্যে আবেদন করুন, জানুন বিস্তারিত

রেল ও ব্যারাকপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফ্লাইওভার বন্ধ থাকাকালীন বিকল্প রাস্তা হিসেবে ৮ ও ২ নম্বর রেলগেট ব্যবহার করে যান চলাচল চালু রাখা হবে। বিটি রোডের দিক থেকে নিমতার দিকে যাওয়া যানবাহন রথতলা মোড় থেকে নীলগঞ্জ রোড হয়ে সিন্ধু স্টোর মোড়, ৪ নম্বর রেলগেট পার করে এন বাসুদেব রোড ধরে বিরাটি কালচার মোড়ে এমবি রোডে উঠতে পারবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষ্ণনগরের ঢেলাই চণ্ডী দেবীর মন্দির, গাছের ডালে মাটির ঢেলা ঝুলিয়ে দেওয়া হয় পুজো
আরও দেখুন

অন্যদিকে, বিরাটি থেকে বেলঘরিয়ার দিকে যাওয়া যানবাহন কালচার মোড় থেকে ওল্ড নিমতা রোড হয়ে ২ নম্বর রেলগেট পার করে নীলগঞ্জ রোড ও সিন্ধু স্টোর মোড় হয়ে বিটি রোডে পৌঁছতে পারবে। যানজট এড়াতে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। সাধারণ মানুষকে বিকল্প রাস্তা ব্যবহার করার পাশাপাশি প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Belgharia Flyover Closed: অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলঘরিয়া রেল ফ্লাইওভার ব্রিজ! বিকল্প কোন রাস্তায় চলবে গাড়ি? কবে খুলতে পারে? জানুন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল