তবে গত কয়েক বছরে ফ্লাইওভারের অবস্থা ক্রমশ বেহাল হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের তরফে একাধিকবার সংস্কারের দাবি উঠেছিল। বিশেষ করে পণ্যবাহী গাড়ি চলাচলের সময় উড়ালপুল কেঁপে ওঠার অভিযোগ ছিল। প্রসঙ্গত, ইতিমধ্যেই উত্তর শহরতলির সোদপুর উড়ালপুলে সংস্কারের কাজ শুরু হয়েছে। সেখানে আপাতত একমুখী যান চলাচল চালু থাকলেও শনি ও রবিবার সম্পূর্ণভাবে বন্ধ রাখা হচ্ছে। তার মধ্যেই বেলঘরিয়া উড়ালপুল বন্ধের খবরে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলেই আশঙ্কা।
advertisement
রেল ও ব্যারাকপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফ্লাইওভার বন্ধ থাকাকালীন বিকল্প রাস্তা হিসেবে ৮ ও ২ নম্বর রেলগেট ব্যবহার করে যান চলাচল চালু রাখা হবে। বিটি রোডের দিক থেকে নিমতার দিকে যাওয়া যানবাহন রথতলা মোড় থেকে নীলগঞ্জ রোড হয়ে সিন্ধু স্টোর মোড়, ৪ নম্বর রেলগেট পার করে এন বাসুদেব রোড ধরে বিরাটি কালচার মোড়ে এমবি রোডে উঠতে পারবে।
অন্যদিকে, বিরাটি থেকে বেলঘরিয়ার দিকে যাওয়া যানবাহন কালচার মোড় থেকে ওল্ড নিমতা রোড হয়ে ২ নম্বর রেলগেট পার করে নীলগঞ্জ রোড ও সিন্ধু স্টোর মোড় হয়ে বিটি রোডে পৌঁছতে পারবে। যানজট এড়াতে ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। সাধারণ মানুষকে বিকল্প রাস্তা ব্যবহার করার পাশাপাশি প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।






