অন্যদিকে ঘটনায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয়েছেন এক যুবক। তাঁকে জেলা হাসপাতাল থেকে কোচবিহারে রেফার করা হয়েছে। জানা গিয়েছে, আলিপুরদুয়ার শহরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ থামাতে গেলে পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়েছে। শুক্রবার রাতে শহরের ১৮ নম্বর ওয়ার্ডে প্রমোদ নগর এলাকার ঘটনা। জানা গিয়েছে, গুরুতর জখম হওয়া যুবকের নাম কাজল দত্ত।
advertisement
আরও পড়ুন: ১০০ বছরের ইতিহাস এক ফ্রেমে বাঁধল পড়ুয়ারা, মডেলেই যেন জীবন্ত উত্তম কুমার! আবেগের জোয়ারে ভাসছে এলাকা
ধারালো অস্ত্রের কোপে জখম কাজলকে প্রথমে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ বড় কর্তারা। সূত্রের খবর, এদিন পুরনো লেনদেন সংক্রান্ত বিবাদে স্থানীয় যুবক কাজল দত্তকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে একদল দুষ্কৃতী। অভিযোগ, জখম কাজল দত্ত আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় অপর গোষ্ঠীকে শাসাতে গেলে বিবাদ বাঁধে।
বিবাদ হাতাহাতিতে রুপান্তরিত হলে মাংস কাটার অস্ত্র দিয়ে কাজলকে আঘাত করে দুষ্কৃতীরা। পরে অন্যান্যরা জখম কাজলকে হাসপাতালে নিয়ে গেলে দুই গোষ্ঠীর মধ্যে ইট পাথর ছোড়াছুড়ি শুরু হয়। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছুড়তে থাকে কিছু মানুষ। রাতেই পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
