TRENDING:

Alipurduar News: আলিপুরদুয়ারের প্রত‍্যন্ত নিউল্যান্ডস চা বাগানে সরকারি অ‍্যাম্বুলেন্স পরিষেবা! রাজ্যসভা সাংসদের উদ্যোগে চা শ্রমিক মহল্লায় খুশির হাওয়া

Last Updated:

Alipurduar News: আলিপুরদুয়ার জেলার নিউল্যান্ডস চা বাগানের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হয়েছে “চা বন্ধু সাথী অ্যাম্বুলেন্স” পরিষেবা। অসুস্থতা, দুর্ঘটনা কিংবা জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া এখন অনেক সহজ হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুমারগ্রাম, অনন্যা দে: জেলার শেষ প্রান্তে অবস্থিত নিউল্যান্ডস চা বাগান। চা বাগান শ্রমিকদের বসতি স্বাভাবিকভাবেই বেশি। এলাকার বিভিন্ন পরিষেবায় আধুনিকতার ছোঁয়া লাগলেও, স্বাস্থ্য ক্ষেত্রে পিছিয়ে ছিল। তবে এবারে এই এলাকায় মিলবে সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা।
advertisement

আলিপুরদুয়ার জেলার নিউল্যান্ডস চা বাগানের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হয়েছে “চা বন্ধু সাথী অ্যাম্বুলেন্স” পরিষেবা। এই অ্যাম্বুলেন্স দেখেই  চা বাগান এলাকার শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে উৎসাহ ও আশার সঞ্চার হয়েছে। এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হওয়ার ফলে চা বাগান এলাকার শ্রমিকদের চিকিৎসা সংক্রান্ত বহুদিনের সমস্যার সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা।

advertisement

আরও পড়ুনঃ শাস্ত্রীয় সংগীত সন্ধ্যার আসর! দুবরাজপুরে বিশিষ্ট শিল্পীদের পায়ের ধুলো, হাউসফুল নেপাল মজুমদার ভবন, দেখুন

অসুস্থতা, দুর্ঘটনা কিংবা জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া এখন অনেক সহজ হবে। আগে সময়মতো যানবাহন মিলত না দেখে অনেক ক্ষেত্রেই রোগীদের ভোগান্তি পোহাতে হত। নতুন এই পরিষেবা সেই সমস্যা সমাধান করবে বলে আশা শ্রমিকদের।

advertisement

View More

আরও পড়ুনঃ কালনায় সরস্বতী পুজোয় বিশেষ আকর্ষণ ‘অশ্বমেধের ঘোড়া’! সবচেয়ে উঁচু প্যান্ডেল, এমন মণ্ডপ আগে কখনও দেখেনি শহরবাসী

চা বাগান অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা আরও মজবুত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যসভা সাংসদ প্রকাশ চিক বরাইক। এই এলাকাতেই তাঁর বাড়ি। অ্যাম্বুলেন্স না থাকার ফলে স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্যার মুখোমুখি এলাকার মানুষদের হতে হয়, তা তিনি জানেন। এই এলাকা থেকে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রায় ১৫ কিমি দূরে অবস্থিত। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যানবাহন না মেলায় অসুস্থ রোগী হেঁটে স্বাস্থ্য কেন্দ্রে এসেছেন। দুর্ঘটনায় গুরুতর জখম ব্যক্তির প্রাণ পর্যন্ত গিয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কলমে আঁকা বীরত্বের গাথা, শিলিগুড়ির কিশোর রাজদীপের কবিতায় জাতীয় মঞ্চে দেশের গর্ব
আরও দেখুন

রাজ্যসভার সংসদ প্রকাশ চিক বরাইক জানান, “নিউল্যান্ডস চা বাগানে হাসপাতাল তৈরি হচ্ছে। সব ধরণের পরিষেবা মিলবে। আমরা অ্যাম্বুলেন্স চালু করতে পেরে খুশি।”

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: আলিপুরদুয়ারের প্রত‍্যন্ত নিউল্যান্ডস চা বাগানে সরকারি অ‍্যাম্বুলেন্স পরিষেবা! রাজ্যসভা সাংসদের উদ্যোগে চা শ্রমিক মহল্লায় খুশির হাওয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল