আলিপুরদুয়ার জেলার নিউল্যান্ডস চা বাগানের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হয়েছে “চা বন্ধু সাথী অ্যাম্বুলেন্স” পরিষেবা। এই অ্যাম্বুলেন্স দেখেই চা বাগান এলাকার শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে উৎসাহ ও আশার সঞ্চার হয়েছে। এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হওয়ার ফলে চা বাগান এলাকার শ্রমিকদের চিকিৎসা সংক্রান্ত বহুদিনের সমস্যার সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা।
advertisement
অসুস্থতা, দুর্ঘটনা কিংবা জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া এখন অনেক সহজ হবে। আগে সময়মতো যানবাহন মিলত না দেখে অনেক ক্ষেত্রেই রোগীদের ভোগান্তি পোহাতে হত। নতুন এই পরিষেবা সেই সমস্যা সমাধান করবে বলে আশা শ্রমিকদের।
চা বাগান অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা আরও মজবুত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যসভা সাংসদ প্রকাশ চিক বরাইক। এই এলাকাতেই তাঁর বাড়ি। অ্যাম্বুলেন্স না থাকার ফলে স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্যার মুখোমুখি এলাকার মানুষদের হতে হয়, তা তিনি জানেন। এই এলাকা থেকে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রায় ১৫ কিমি দূরে অবস্থিত। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যানবাহন না মেলায় অসুস্থ রোগী হেঁটে স্বাস্থ্য কেন্দ্রে এসেছেন। দুর্ঘটনায় গুরুতর জখম ব্যক্তির প্রাণ পর্যন্ত গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজ্যসভার সংসদ প্রকাশ চিক বরাইক জানান, “নিউল্যান্ডস চা বাগানে হাসপাতাল তৈরি হচ্ছে। সব ধরণের পরিষেবা মিলবে। আমরা অ্যাম্বুলেন্স চালু করতে পেরে খুশি।”





