প্রকল্পটির জন্য মোট ব্যয় হয়েছে ১৬৫.১০ লক্ষ টাকা। এদিন আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। তিনি বলেন, “সূর্যের শক্তিতে নদীর জল ব্যবহার করে নিশ্চিত সেচের ব্যবস্থা কৃষকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। এতে সেচ খরচ কমবে, বিদ্যুতের উপর নির্ভরতা কমবে এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রসার ঘটবে।”
advertisement
স্থানীয় কৃষকদের মতে, এই প্রকল্প প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা নেবে। সারা বছর নিরবচ্ছিন্ন সেচের সুবিধা পাওয়ায় ফসলের উৎপাদন বাড়বে, আয় বৃদ্ধি পাবে এবং কৃষিভিত্তিক অর্থনীতিতে নতুন গতি আসবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারী সভাধিপতি তথা জেলা পরিষদ সদস্য দীপক বসু, প্রাক্তন জেলা পরিষদ সদস্য নিমাই বিশ্বাস সহ একাধিক বিশিষ্ট অতিথিবৃন্দ। তাঁরা সকলেই এই উদ্যোগকে ঐতিহাসিক ও ভবিষ্যতমুখী বলে অভিহিত করেন। সব মিলিয়ে, সৌরশক্তি নির্ভর এই ক্ষুদ্র সেচ প্রকল্প শান্তিপুর ব্লকের কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল ও কৃষক সমাজ।





