পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রেখা মণ্ডল। বয়স আনুমানিক ২৭-২৮ বছর। রেখার স্বামীর নাম সুভাষ। বেশ কয়েকদিন ধরে রেখার খোঁজ না পেয়ে তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন তাঁর আত্মীয়া। কিন্তু সেখানে পৌঁছতেই নাকে এসে লাগে পচা দুর্গন্ধ। তখনই তাঁর সন্দেহ হয়। রেখার ভালমন্দ কিছু একটা হয়ে যায়নি তো। সঙ্গে সঙ্গেই অন্যদের নিয়ে রেখার বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। আর খোঁজাখুঁজি করতে গিয়েই সামনে আসে হাড়হিম করা দৃশ্য। দেখা যায়, বাড়ির ভিতরেই কাপড়ের ট্রাঙ্কের মধ্যে গুঁজেমুজে ঢোকানো রয়েছে রেখার নিথর দেহ।
advertisement
আরও পড়ুন: কখন শুরু হবে স্কুল, কতক্ষণ ক্লাস? নির্দেশিকা মধ্য়শিক্ষা পর্ষদের, কড়া গাইডলাইন
আরও পড়ুন: বর্ষশেষে বিরাট পরিবর্তন, হতে পারে বৃষ্টি! যা জানাল হাওয়া অফিস...
এলাকাবাসীর অনুমান, স্ত্রীকে খুন করে এলাকা ছেড়েছেন রেখার স্বামী। যদিও এটা খুন না আত্মহত্যা, তা মৃতদেহের ময়নাতদন্তের পরেই নিশ্চিত হতে চাইছে পুলিশ। তবে, বাড়ির ভিতরে কাপড়ের ট্রাঙ্কে এভাবে দেহ লুকিয়ে রাখার ঘটনায় রীতিমতো চমকে গিয়েছেন শহরের মানুষ।
রেখা স্থানীয় একটি কাপড়ের দোকানে কাজ করতেন। প্রতিবেশীরা জানিয়েছেন, স্বামী সুভাষের সঙ্গে তাঁর মাঝেমধ্যেই অশান্তি হতো। কিন্তু ঘটনা যে এমন পর্যায়ে পৌঁছবে, তা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেননি। রেখার মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর গোটা পরিবার। দোষীর শাস্তি চাইছেন তাঁরা।
Nayan Ghosh