আরও পড়ুন : জানুয়ারি মাসেই জেল থেকে ছাড়া পায়, তারপরেই ট্রাক চুরি
প্রসঙ্গত, অনুকূল ঠাকুরের ভক্ত সংখ্যা নেহাত কম নয়। অনুকূল চন্দ্রের ভক্তদের কাছে ঝাড়খণ্ডের দেওঘর মহা তীর্থক্ষেত্র। তাছাড়াও রাজ্যজুড়ে একাধিক সৎসঙ্গ বিহার রয়েছে। সেখানে নিয়মিত প্রচুর ভক্তদের ভিড় হয়। তবে অনুকূল চন্দ্রের যারা দীক্ষিত, তাদের কাছে এই জন্ম উৎসব বিশেষ গুরুত্ব রাখে। দেওঘর ছাড়াও রাজ্যের সমস্ত সৎসঙ্গ বিহারগুলিতে আগামী কয়েক দিনে জন্ম উৎসব পালন করা হবে। তেমন ভাবেই জন্মোৎসব পালন করা হয়েছে আসানসোলের গোপালপুরের সৎসঙ্গ বিহারে। যেখানে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি সেখানে ভক্তদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2023 2:02 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: অনুকূল চন্দ্রের ১৩৬ তম জন্মোৎসব পালন আসানসোলে, ভিড় হয়েছিল অগণিত ভক্তের