Paschim Bardhaman News: জানুয়ারি মাসেই জেল থেকে ছাড়া পায়, তারপরেই ট্রাক চুরি
- Published by:Debalina Datta
- local18
Last Updated:
চুরি যাওয়া দশ চাকার ট্রাক বিক্রি করতে এসে পুলিশের জালে ধরা পড়ল দুষ্কৃতী
#পূর্ব বর্ধমান: মেমারি থেকে চুরি যাওয়া দশ চাকার ট্রাক আসানসোলের রানীগঞ্জে বিক্রি করতে এসে পুলিশের জালে ধরা পড়ল। এই ট্রাক চুরি চক্রের চার অভিযুক্ত।।ঘটনা প্রসঙ্গে জানা যায় গত ১০ দিন আগে পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকা থেকে চুরি যায় দশ টাকার চাকার ট্রাকটি।
এদিকে এই ট্রাকটি চুরি করে তার ওপর একটি নকল নম্বর লাগিয়ে শুক্রবার রাত্রে ২ নম্বর জাতীয় সড়কের বাঁশড়া মোড়ের কাছে ট্রাকটি দাঁড় করিয়ে রাখে দুষ্কৃতীরা।। ট্রাকটি অন্যত্র বিক্রির উদ্দেশ্যে দুষ্কৃতী দল দাঁড়িয়ে ছিল বলে পুলিশ গোপন সূত্রে জানতে পারে। রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশের বিশেষ নজরদারি দল গোপন সূত্রে খবর পেয়ে এই চুরির ট্রাক পাচার করার আগেই চার অভিযুক্তকে ধরে ফেলে।
advertisement
আরও পড়ুন - রাত হলেই বদলে যেত স্বামীর ভোল, স্ত্রী শিউরে উঠতেন স্বামী ‘এই রকম’ হয়ে যান, মারাত্মক অভিযোগ
advertisement
শনিবার ধৃত চার অভিযুক্তকেই আসানসোল জেলা আদালতে তোলা হয় ও নিজেদের হেফাজতে চায়।। পুলিশ তাদের নিজেদের হেফাজতে চাইলে বিচারক তাদের তিন দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন। জানা গেছে ধৃতদের মধ্যে একজন কুলটির চিনাকুড়ির বাসিন্দা দীপক সিং। জানা গেছে এই দীপক এক কুখ্যাত ট্রাক চোর, এর আগে বেশ কয়েকটি থানা এলাকাতে ট্রাক চুরি সহ একাধিক চুরির অভিযোগে ধরা পড়েছিল সে।
advertisement
এবার জানুয়ারি মাসে জেল থেকে ছাড়া পায় দীপক, আর তারপরেই থানায় হাজিরা দিতে দিতেই ফের ট্রাক চুরি করে এই দীপক, তার সঙ্গী জামালপুরের বাসিন্দা কার্তিক দেকে সঙ্গে নিয়ে চুরির ট্রাক শিল্পাঞ্চলে বিক্রি করে। রানীগঞ্জের শালডাঙ্গার বাসিন্দা ব্রিজেশ ভগত ও শিশু বাগানের বাসিন্দা রঞ্জিত বর্মাকে নিয়ে এই ট্রাকটি অন্যত্র বিক্রির উদ্দেশ্যে জর হয়েছিল তারা। পুলিশ এই ট্রাক চুরির বিষয়ে জানতে পেরেই তাদের ধরে ফেলে। শনিবার রাত্রে পুলিশ ধৃতদের ফের নিজেদের হেফাজতে নিয়ে কোন কোন চুরির ঘটনায় তারা যুক্ত রয়েছে ও কী কী ঘটনা তারা ঘটিয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে।
advertisement
Dipak Sharma
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2023 7:42 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: জানুয়ারি মাসেই জেল থেকে ছাড়া পায়, তারপরেই ট্রাক চুরি