জানা গিয়েছে, পাত্রের বাড়ি ধানবাদে। পানাগড়ে পরিজনদের সঙ্গে তিনি বিয়ে করতে আসছিলেন। কিন্তু আসানসোলের কাল্লা মোড় পেরোতেই গাড়িটিতে ধাক্কা মারে একটি দ্রুতগামী ট্রাক। তাতে গাড়িটি পাল্টি খেয়ে উঠে যায় ডিভাইডারের উপর। পুরো দুমড়ে মুচড়ে যায় পাত্র পক্ষের গাড়িটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।
আরও পড়ুন: পাচারের আগেই পুলিশের জলে ২ দুষ্কৃতী, উদ্ধার বিপুল ঘড়ি ও মোবাইল হ্যান্ডসেট
advertisement
ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। গাড়িতে থাকা সকলকে উদ্ধার করা হয়। চারজন অচৈতন্য অবস্থায় পড়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাঁদের সকলকে উদ্ধার করে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা দু'জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু'জন আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই দুর্ঘটনার জেরে বিয়ে বাড়ির অনুষ্ঠানে নেমে এসেছে শোকের ছায়া, আনন্দ বদলে গিয়েছে বিষাদে।
নয়ন ঘোষ