TRENDING:

West Bardhaman News: বিয়ের আনন্দ বদলে গেল বিষাদে, কনের বাড়ির থেকে কিছুটা দূরে মর্মান্তিক মৃত্যু পাত্রের বাবার

Last Updated:

পানাগড়ে পরিজনদের সঙ্গে তিনি বিয়ে করতে আসছিলেন। কিন্তু আসানসোলের কাল্লা মোড় পেরোতেই গাড়িটিতে ধাক্কা মারে একটি দ্রুতগামী ট্রাক। তাতে গাড়িটি পাল্টি খেয়ে উঠে যায় ডিভাইডারের উপর। পুরো দুমড়ে মুচড়ে যায় পাত্র পক্ষের গাড়িটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: আনন্দ অনুষ্ঠান বদলে গেল বিষাদে। বিয়ের অনুষ্ঠানের হাসি মুছে গিয়ে উঠল কান্নার রোল। বিয়ের গাড়িতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দু'জনের। যার মধ্যে আছে পাত্রের বাবা। সেই সঙ্গে গাড়ি চালকও মারা গিয়েছে। আসানসোলের কাল্লা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বিয়ের গাড়িটি ধানবাদ থেকে পানাগড়ের দিকে যাচ্ছিল। কিন্তু ট্রাকের ধাক্কায় মুহূর্তের মধ্যে পরিবারটির গোটা পৃথিবীটাই ওলট-পালট হয়ে যায়।
advertisement

জানা গিয়েছে, পাত্রের বাড়ি ধানবাদে। পানাগড়ে পরিজনদের সঙ্গে তিনি বিয়ে করতে আসছিলেন। কিন্তু আসানসোলের কাল্লা মোড় পেরোতেই গাড়িটিতে ধাক্কা মারে একটি দ্রুতগামী ট্রাক। তাতে গাড়িটি পাল্টি খেয়ে উঠে যায় ডিভাইডারের উপর। পুরো দুমড়ে মুচড়ে যায় পাত্র পক্ষের গাড়িটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।

আরও পড়ুন: পাচারের আগেই পুলিশের জলে ২ দুষ্কৃতী, উদ্ধার বিপুল ঘড়ি ও মোবাইল হ্যান্ডসেট

advertisement

ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। গাড়িতে থাকা সকলকে উদ্ধার করা হয়। চারজন অচৈতন্য অবস্থায় পড়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাঁদের সকলকে উদ্ধার করে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা দু'জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু'জন আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই দুর্ঘটনার জেরে বিয়ে বাড়ির অনুষ্ঠানে নেমে এসেছে শোকের ছায়া, আনন্দ বদলে গিয়েছে বিষাদে।

advertisement

View More

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: বিয়ের আনন্দ বদলে গেল বিষাদে, কনের বাড়ির থেকে কিছুটা দূরে মর্মান্তিক মৃত্যু পাত্রের বাবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল