Murshidabad News: পাচারের আগেই পুলিশের জলে ২ দুষ্কৃতী, উদ্ধার বিপুল ঘড়ি ও মোবাইল হ্যান্ডসেট

Last Updated:

ওই দুই দুষ্কৃতী সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। পুলিশ তাদের আটক করে। এরপরই তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন ও ঘড়ি উদ্ধার হয়। ধৃতদের নাম তহিদুল ইসলাম ও সারিকুল শেখ।

মুর্শিদাবাদ: চোরাই মোবাইল ও হাতঘড়ি পাচার করতে গিয়ে পুলিশের হাতে বমাল সহ ধরা পড়ল দুই দুষ্কৃতী। রানিনগর থানার শেখপাড়া বাজার থেকে ওই দুই দুষ্কৃতী ধরা পড়ে‌। তাদের কাছ থেকে ৪৩ টি মোবাইল ফোন ও ৩২ টি ঘড়ি উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শেখপাড়া বাজারে ওই দুই দুষ্কৃতী সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পুলিশ তাদের আটক করে। এরপরই তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন ও ঘড়ি উদ্ধার হয়। ধৃতদের নাম তহিদুল ইসলাম ও সারিকুল শেখ।
advertisement
advertisement
ধৃতদের মাথার ওপর আর কেউ আছে কিনা, নাকি তারা বড় কোনও পাচার চক্রের অংশ তা তদন্ত করে দেখছে পুলিশ। সেইসঙ্গে এই চোরাই মালগুলো তারা কোথায় পাঠানোর চেষ্টা করছিল সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনা হল, মুর্শিদাবাদ সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে বরাবরই চোরাচালানের রমরমা কারবার। পুলিশ ও বিএসএফ কড়া নজর রাখলেও পাচারকারীরা বারবার কৌশল পাল্টে চোরাচালান চালিয়ে যায়। তবে বর্তমানে কড়াকড়ি অনেকটা বাড়ায় চোরাচালান কিছুটা হলেও কমেছে। এই দুই যুবক ধরা পড়ায় তাদের থেকে পাচার চক্রের অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: পাচারের আগেই পুলিশের জলে ২ দুষ্কৃতী, উদ্ধার বিপুল ঘড়ি ও মোবাইল হ্যান্ডসেট
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement