North 24 Parganas News: ষষ্ঠবারেও ব্যর্থ রেল, দক্ষিণেশ্বর স্টেশন সংলগ্ন বস্তি উচ্ছেদ ঘিরে ব্যাপক উত্তেজনা

Last Updated:

মঙ্গলবার ফের তাঁরা এলে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার মানুষ। প্রসঙ্গত রেল নোটিশ দিয়ে জানিয়েছিল, ২৭ ফেব্রুয়ারির মধ্যে দক্ষিণেশ্বর রেল স্টেশন সংলগ্ন এই বস্তি ফাঁকা করে দিতে হবে। তা না হ‌ওয়ায় নিয়ম অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি সকালে বসতে উচ্ছেদ করার জন্য অভিযানে নামেন সংশ্লিষ্ট রেল কর্তারা।

উত্তর ২৪ পরগনা: স্টেশন সংলগ্ন বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণেশ্বরে। এখানে বস্তিটি গড়ে উঠেছে রেলের জমিতে। বেশ কিছুদিন ধরে সেই জমি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। কিন্তু বস্তিবাসীদের প্রবল বাধায় সেই প্রচেষ্টা সফল হচ্ছে না। মঙ্গলবারও একই পরিস্থিতি তৈরি হল। এই নিয়ে ৬ বার দক্ষিণেশ্বর রেল বস্তি উচ্ছেদের চেষ্টা হল। কিন্তু এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ালে এবারেও রণে ভঙ্গ দিয়ে ফিরে যেতে হয় রেলকর্তা ও আরপিএফকে।
চলতি বছরের শুরুতেই রেলের আধিকারিকরা এই বস্তি উচ্ছেদ করতে এসেছিলেন। কিন্তু ব্যর্থ হয়ে ফিরে ‌যান। মঙ্গলবার ফের তাঁরা এলে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার মানুষ। প্রসঙ্গত রেল নোটিশ দিয়ে জানিয়েছিল, ২৭ ফেব্রুয়ারির মধ্যে দক্ষিণেশ্বর রেল স্টেশন সংলগ্ন এই বস্তি ফাঁকা করে দিতে হবে। তা না হ‌ওয়ায় নিয়ম অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি সকালে বসতে উচ্ছেদ করার জন্য অভিযানে নামেন সংশ্লিষ্ট রেল কর্তারা।
advertisement
advertisement
তবে মাধ্যমিক পরীক্ষা চলছে। এর মধ্যে রেল বস্তি উচ্ছেদের চেষ্টা করায় ক্ষোভ তুঙ্গে ওঠে। উল্লেখ্য, এই বস্তির ১৫ জন ছেলে মেয়ে এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এখানে প্রায় ১৫০০ মানুষ বসবাস করেন। বস্তিবাসীদের বক্তব্য, তাঁরা গত ৫০ বছর ধরে এখানেই বসবাস করছেন। এই অবস্থায় জমি থেকে তুলে দিলে কোথাও যাওয়ার জায়গা নেই। দাবি, ভাড়া বাড়িতে বা নিজের বাড়ি তৈরি করে থাকার মত আর্থিক ক্ষমতা তাঁদের নেই। আর তাই এই বস্তি থেকে তুলে দিতে হলে তাঁদের পুনর্বাসন দিতে হবে রেলকে। এদিকে রেল কর্তৃপক্ষের বক্তব্য তাঁদের জমি জবরদখল করে ওখানে বস্তি গড়ে উঠেছে। তাই কাউকে পুনর্বাসন দিতে বাধ্য নন। দু'পক্ষের এই বিবাদের জেরে রেলের এই গুরুত্বপূর্ণ জমিটি নিয়ে কোনও সুষ্ঠু সমাধান বেরিয়ে আসছে না।
advertisement
অরুণ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ষষ্ঠবারেও ব্যর্থ রেল, দক্ষিণেশ্বর স্টেশন সংলগ্ন বস্তি উচ্ছেদ ঘিরে ব্যাপক উত্তেজনা
Next Article
advertisement
Telengana Government Employee Rule:  বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
বাবা-মাকে অবহেলা করলেই কাটা যাবে ১০ শতাংশ বেতন! সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম তেলঙ্গনায়
  • তেলঙ্গনার সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম৷

  • বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করলে কাটা যাবে বেতন৷

  • রাজ্য সরকারি কর্মীদের সতর্ক করলেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement