TRENDING:

Panchayat Election 2023: গ্রামের ভোটের প্রচার চলছে শহরে! কেন এমন করছে তৃণমূল?

Last Updated:

পঞ্চায়েত ভোট মানে গ্রামের নির্বাচন। অথচ সেই ভোটের প্রচার হচ্ছে শহরে দুর্গাপুরে! শাসকদলের এই পদক্ষেপ ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: শেষ লগ্নে এসে পৌঁছেছে পঞ্চায়েত নির্বাচনের প্রচার। হাতে আর মাত্র একটা দিন। বৃহস্পতিবার শেষ প্রচার। তারপরই শনিবার অর্থাৎ ৮ জুলাই এবারের পঞ্চায়েত ভোট। শেষ বেলার প্রচারে আলাদা মাত্রা আনতে ব্যতিক্রমী উদ্যোগ তৃণমূলের। গ্রামের ভোট হলেও প্রচার করা হল পুর এলাকায়। দুর্গাপুর সিটি সেন্টার বাসস্ট্যান্ডে শাসকদলের পঞ্চায়েত ভোটের প্রচার দেখে চমকে গেলেন অনেকেই।
advertisement

আরও পড়ুন: পেশা মাছ ব্যবসা, নেশা রাজনীতি হলেও এই মণ্ডল ‘অনুব্রত’ হতে চান না!

গ্রামের ভোটের প্রচার কেন পুরসভা এলাকায় হচ্ছে তা নিয়ে কৌতুহলী দুর্গাপুরের মানুষ। যদিও এই প্রসঙ্গে শাসকদলের বক্তব্যে এক দুর্দান্ত জনসংযোগ কৌশলের ছাপ পাওয়া গেল। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, বিভিন্ন দরকারে পঞ্চায়েত এলাকার বহু মানুষ প্রতিদিন দুর্গাপুর, আসানসোল শহরে আসেন। কেউ আসেন কর্মসংস্থানের জন্য। কেউ আবার বিভিন্ন সরকারি দফতরে প্রয়োজনীয় কাজ নিয়ে শহরে আসেন। তাঁদের বেশিরভাগই বাসে করে যাতায়াত করেন। সেই মানুষগুলির কাছে পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে দলের কথা পৌঁছে দেওয়ার জন্যই দুর্গাপুরে এই অভিনব প্রচার চালানো হচ্ছে।

advertisement

দুর্গাপুর বাসস্ট্যান্ডে প্রচার চালানোর পাশাপাশি সেখানে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করেছে তৃণমূল। সেখানে অনবরত মাইকে পঞ্চায়েত ভোট নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনানো হচ্ছে। বাজছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। পাশাপাশি বিভিন্ন বাসে উঠে যাত্রীদের কাছেও প্রচার চালাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। গোটা ঘটনায় একটা বিষয় পরিষ্কার, নির্বাচনের আগে প্রস্তুতিতে বিন্দুমাত্র খামতি রাখতে রাজি নয় শাসক দল।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Panchayat Election 2023: গ্রামের ভোটের প্রচার চলছে শহরে! কেন এমন করছে তৃণমূল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল