জানা গিয়েছে, তলিয়ে যাওয়া তিন ছাত্রই দুর্গাপুরের বাসিন্দা। যাদের মধ্যে দুজন দুর্গাপুরের মামরা বাজারে থাকেন। যে আটজন পড়ুয়া দুর্গাপুর ব্যারেজের উদ্দেশ্যে গিয়েছিল, তারা সকলেই দশম শ্রেণীর ছাত্র। তলিয়ে যাওয়া তিন ছাত্রদের নাম সৌমজিৎ সাহা, শুভজিৎ নস্কর এবং ভিকি শীল। এর মধ্যে ভিকি শীলের বাবা জানিয়েছেন,তার বাড়িতে প্রথমে বড়জোরা থানার পক্ষ থেকে ফোন করা হয়। ওই পুলিশ আধিকারিকই তলিয়ে যাওয়ার খবরটি জানিয়েছেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই তিনি দুর্গাপুর ব্যারেজে এসে হাজির হন কিন্তু এদিন বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তলিয়ে যাওয়া তিন ছাত্রের হদিস পাওয়া যায়নি।
advertisement
আরও পড়ুনঃIndian Railways: ভারতের সবথেকে বেশি দূরত্বের ননস্টপ ট্রেন কোনটি, দূরত্ব ও সময় জানলে অবাক হবেন
অন্যদিকে তলিয়ে যাওয়া আরও এক ছাত্রের অভিভাবক জানিয়েছেন,স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল তার নাতি। দুর্গাপুরের ভিরিঙ্গি এলাকায় একটি স্কুলের ছাত্র তারা। কিন্তু কেন দুর্গাপুর ব্যারেজে এসেছিল, সে বিষয়ে তিনি বিশেষ কিছু বলতে পারেননি। তিন ছাত্রের তলিয়ে যাওয়ার ঘটনায় শোকে ভেঙে পরেছে পরিবারগুলি। অন্যদিকে তলিয়ে যাওয়া ওই তিন ছাত্রের হদিস পেতে পুলিশ এবং উদ্ধারকারী দলের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
Nayan Ghosh