আইপিএস সুনীল কুমার চৌধুরী, যিনি রাজ্য পুলিশে যথেষ্ট দক্ষ বলেই পরিচিত। ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের ২০০৪ ব্যাচের এই অফিসার এতদিন রাজ্য পুলিশে কর্মরত ছিলেন। সুনীল কুমার চৌধুরী ছিলেন আইজি সিআইডি পদে কর্মরত। তাকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার পদে নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুনঃ আয়ুর্বেদিক চিকিৎসার দিকে জোর! হাসপাতালে তৈরি হল ভেষজ বাগান
advertisement
অন্যদিকে সুধীরকুমার নীলকান্তম, যিনি ২০০৭ ব্যাচের আইপিএস অফিসার তিনি এক বছরের বেশি সময় ধরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার পদে ছিলেন। পুলিশ আধিকারিক থেকে জেলার মানুষ, সকলের কাছেই জনপ্রিয় ছিলেন তিনি। জেলা সদর আসানসোল এর পাশাপাশি দুর্গাপুরে নিয়মিত বসতেন কমিশনার। জনসংযোগ রাখতে একাধিক কর্মসূচি নিয়েছিলেন তিনি।
আর এবার সেই জায়গায় এলেন আইপিএস সুনীল কুমার চৌধুরী। দায়িত্ব নেওয়ার পরে এদিন নতুন কমিশনার বেশ কয়েকটি থানা পরিদর্শন করেন। নতুন কমিশনার সুনীল কুমার চৌধুরী কুলটি, চিত্তরঞ্জন, সালানপুর সহ বেশ কয়েকটি থানা পরিদর্শনে যান। সেখানে নতুন কমিশনারকে অভিবাদন জানান সেই সমস্ত থানা গুলির দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীরা।
আরও পড়ুনঃ বার বার অর্থ খরচ করেও ফিরছে না এই নদীর হাল! মানুষের সচেতনতা নেই দাবি পুরনিগমের
অন্যদিকে সংশ্লিষ্ট মহল রাজ্য পুলিশের শীর্ষ পদের এই বদলিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে। উল্লেখ্য, গত ১ লা আগস্ট রাজ্য পুলিশের চার শীর্ষ কর্তার পদে বদল করা হয়েছে। যেখানে সুনীল কুমার চৌধুরীর নাম রয়েছে। নাম রয়েছে প্রাক্তন কমিশনার সুধীর কুমার নীলকান্তমের।
পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রাক্তন কমিশনার লক্সমী নারায়ন মীনার নামও রয়েছে। এই বদলির আগে তিনি এসসিআরবির এডিজি পদে কর্মরত ছিলেন। নতুন বদলি দিয়ে তাকে কারেকশনাল সার্ভিসের এডিজি করা হয়েছে।
Nayan Ghosh