TRENDING:

Paschim Bardhaman News: দুর্গাপুরের অংশ এ কোন গ্রাম! যেখানে এখনও নেই রাস্তা!

Last Updated:

শহর দুর্গাপুরকে সাজিয়ে তুলতে নানান উদ্যোগ বারবার দেখা যায়। শহরের চারপাশে ঝা চকচকে রাস্তা। চারিদিকে আলোর ঝলকানি। অথচ সেই দুর্গাপুর পৌরসভার অন্তর্গত গ্রামবাসীদের দুরবস্থার কথা জানলে অবাক হবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর : শহর দুর্গাপুরকে সাজিয়ে তুলতে নানান উদ্যোগ বারবার দেখা যায়। শহরের চারপাশে ঝা চকচকে রাস্তা। চারিদিকে আলোর ঝলকানি। অথচ সেই দুর্গাপুর পৌরসভার অন্তর্গত গ্রামবাসীদের দুরবস্থার কথা জানলে অবাক হবেন। যেখানে এখনও স্থানীয় মানুষজনকে যুদ্ধ করতে হয় রাস্তা, জল, বিদ্যুৎ নিয়ে। গ্রামের রাস্তার জন্য টাকা বরাদ্দ হলেও, এখনও পর্যন্ত সেই রাস্তার বাস্তবায়ন হয়নি, পাশের গ্রামের আপত্তির জেরে। গ্রামের একমাত্র শিশু শিক্ষা কেন্দ্রটির অবস্থাও সঙ্গীন। পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহুর্তে এই গ্রামের খবর উঠে আসে দুয়ারে সরকার শিবিরের সৌজন্যে।
advertisement

তারপরেই গ্রামবাসীদের বিভিন্ন পরিষেবা তুলে দিতে পৌঁছে গেলেন দুর্গাপুর পৌরসভার পৌর প্রশাসক অনিন্দিতা মুখার্জি সহ প্রশাসক মন্ডলীর অন্য সদস্যরা। উল্লেখ্য, দুর্গাপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মোছরাকোন্দা গ্রাম। যে গ্রামে এখনও পর্যন্ত নেই পর্যাপ্ত জল, আলো, রাস্তার ব্যবস্থা। প্রসঙ্গত, কিছুদিন আগেই দুর্গাপুর শহরের বিভিন্ন অংশে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়েছিল। যে সমস্ত জায়গায় যোগাযোগ ব্যবস্থা কিছুটা হলেও পিছিয়ে, সেই জায়গায় ব্যবস্থা করা হয়েছিল মোবাইল পরিষেবার। আর তখনই দুর্গাপুর পুরসভার নজরে পড়ে এই গ্রাম।

advertisement

আরও পড়ুনঃ প্লাস্টিক আবর্জনা থেকে তৈরি হবে জ্বালানি, লক্ষ্য গ্রীন আসানসোল

তারপরে এদিন পৌর প্রশাসক অনিন্দিতা মুখার্জি সহ প্রশাসক মন্ডলীর অন্যান্য সদস্যরা গ্রামে গিয়ে হাজির হয়েছিলেন। সেখানে গ্রামবাসীদের সঙ্গে তিনি কথা বলেছেন। তাদের সুবিধা অসুবিধা কথা শুনেছেন। প্রাথমিকভাবে সেখানে শিশু শিক্ষা কেন্দ্রটির হাল ফেরানোর আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি গ্রামবাসী ৫০ টি পরিবারের জন্য একটি সাবমারসিবল বসিয়ে পানীয় জলের ব্যবস্থা করার আশ্বাসও তিনি দিয়েছেন। পাশাপাশি যাতে গ্রামের সামগ্রিকভাবে পরিকাঠামোগত উন্নয়ন করা যায়, এই বিষয়টি নিয়েও পুরসভা চিন্তা ভাবনা করবে বলে জানিয়েছেন পৌর প্রশাসক।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: দুর্গাপুরের অংশ এ কোন গ্রাম! যেখানে এখনও নেই রাস্তা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল